বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ওই বিষয়গুলি কি সত্যি? এবার বুধবার CBI-র মুখে পড়তে পারেন অনুব্রতের মেয়ে

ওই বিষয়গুলি কি সত্যি? এবার বুধবার CBI-র মুখে পড়তে পারেন অনুব্রতের মেয়ে

অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে।

Anubrata Mondal: গত বৃহস্পতিবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। একটি মহলের দাবি, বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে অনুব্রতের মেয়ে সুকন্যার নাম উঠে এসেছে। নজরে আছে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

এবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পারেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। একটি মহলের দাবি, বুধবার সকালে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির বোলপুরের বাড়িতে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে পারেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন: Anubrata Mondal: মমতা পাশে দাঁড়াতেই ফর্মে কেষ্ট, ঠেলে সরালেন সংবাদমাধ্যমের মাইক্রোফোন

গত বৃহস্পতিবার গরুপাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করা হয়েছে। একটি মহলের দাবি, বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে অনুব্রতের মেয়ে সুকন্যার নাম উঠে এসেছে। নজরে আছে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। শুধু তাই নয়, অনুব্রতের মেয়ের নামে সংস্থারও হদিশ পাওয়া গিয়েছে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সিবিআইয়ের তরফে কোনও মন্তব্য করা হয়নি। 

অনুব্রতের পাশে মমতা

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন, অনুব্রত মণ্ডলকে কেন গ্রেফতার করা হয়েছে? তিনি বলেন, ‘পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট?’ সঙ্গে তিনি বলেন, ‘ছেলেটা গত দু'বছরে কত কষ্ট পেয়েছে। ক্যানসারে স্ত্রী মারা গিয়েছে।’

কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

  • মমতা: যাঁরা স্বাধীনতা আন্দোলনের পাঁচটি গান বলতে পারেন না, তাঁরা আর বেশি দেশপ্রেমের কথা বলছেন। একবার ঝান্ডার কথা বললে তিনবার ডান্ডার কথা বলে থাকেন। আজ এখানে না এলে ওরা বলত, যেহেতু একজন জেলে আছেন, তাই উনি (মমতা) এলেন না।
  • মমতা: একদিন বিচার তো হবে। কেউ অন্যায় করলে (উপযুক্ত পদক্ষেপ হোক)। বিষয়টি বিচারাধীন থাকলে কোনও মন্তব্য করব না (। আইন আইনের পথে চলবে। (তাতেই বোঝা যাবে যে) কোনটা হয়েছে এবং কোনটা হয়নি। কেঁচো খুঁড়তে তো গোখরো বেরিয়ে যাবে।
  • মমতা: সত্যি কেউ অন্যায় করলে এজেন্সি গ্রেফতার করুক। তাতে আমার কোনও সমস্যা নেই।

আরও পড়ুন: অনুব্রত তো নাট বল্টু, আসল খিলাড়িদের জেলে ভরতে মাঠে নামবে সিপিএম: সেলিম

  • মমতা: পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? যতবার নির্বাচন হয়েছে, ততবার ওকে বেরোতে দেননি। কেষ্টকে তো কোনওদিন বেরোতে দেয় না। কেষ্টকে আটকে দেয়। কেষ্টকে জেলে আটকালে কী হবে? ছেলেটা গত দু'বছরে কত কষ্ট পেয়েছে। ক্যানসারে স্ত্রী মারা গিয়েছে। প্রতিদিন কলকাতা-বোলপুর করত। গত বছর পঞ্চায়েত নির্বাচনের সময় ওর স্ত্রী'র যখন অপারেশন হয়েছিল, তখন কেষ্ট বলেছিল যে ওর বউ বলছিল, পঞ্চায়েত নির্বাচনের কাজ কর।
  • মমতা: ওদের (বিজেপি) গায়ে হাত দেবেন না। কুকুর কামড়ালে কখনও কুকুরকে কামড়াতে নেই।
  • মমতা: রাতবিরেতে বাড়িতে ঢুকে যাচ্ছে (পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সকালে অভিযান চালিয়েছিল ইডি)। (সিবিআই) তো কেষ্টর বাড়িতে তাণ্ডব করেছে।
  • মমতা: কতজনকে গ্রেফতার করবে? জেলভরো আন্দোলন শুরু করব।
  • মমতা: দিল্লিতে গেলেই বলে যে সেটিং করতে গিয়েছি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে বৈঠক করতে গিয়েছিলাম। রাজ্যের প্রাপ্য টাকা চাইব না? রাজ্যের থেকেই তো টাকা তুলে নিয়ে যায়।
  • মমতা: কেষ্টরা এজেন্সিকে ভয় পায় না। একজন কেষ্টকে ধরলে লাখ-লাখ কেষ্ট উঠে আসবে।
  • মমতা: আমি বলি কি ভয় লাগছে? (শ্রোতারা না বলে ওঠেন)। কাল যদি আমার বাড়িতে (ইডি ও সিবিআই) যায়, আপনারা কী করবেন? রাস্তায় নামবেন তো?’ তাতে তৃণমূল সমর্থকরা ‘হ্যাঁ’ বলে ওঠেন।
  • মমতা: গণতান্ত্রিকভাবে আন্দোলন করবেন তো? আমারটা আমি একাই লড়ে নেব। কিন্তু আপনাদেরটা আপনাদের লড়ে নিতে হবে তো? তাতেও সম্মতি জানান তৃণমূল কর্মী-সমর্থকরা। মমতা বলতে থাকেন, 'যদি আমার কোনও সহকর্মীকে ইচ্ছা করে জেলে ধরে রেখে দেয়, (তাহলে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে হবে)।

আরও পড়ুন: Anubrata Mondal: মমতা পাশে দাঁড়াতেই ফর্মে কেষ্ট, ঠেলে সরালেন সংবাদমাধ্যমের মাইক্রোফোন

  • মমতা: কী বলছে এখন? গরুর টাকা নিয়েছে। গরুর টাকা কোথা থেকে আসে? উত্তরপ্রদেশ থেকে কেন তুমি গরু পাঠাও বাংলা দিয়ে? বিহার থেকে কেন তুমি গরু পাঠাও বাংলা দিয়ে? আমি অনেকবার বলেছি, আমাদের বর্ডারে ঢুকতে দেব না। গরু দেখার দায়িত্ব কার? বিএসএফের। বিএসএফের মিনিস্টার কে? হোম মিনিস্টার অমিত শাহ। কয়লা কার অধীনে? কোল ইন্ডিয়ার অধীনে। যা কেন্দ্রীয় সরকারের অধীনে।

বন্ধ করুন