গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। বুধবার দুপুরে টানটান শুনানির পর এই রায় শোনান বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। এদিন অনুব্রতর জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারক।
বুধবার অনুব্রতর জামিনের আবেদনের বিরোধীতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী। জামিন পেলে তিনি তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। তাছাড়া তদন্তের স্বার্থে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে হতে পারে। তদন্তে একেবারেই সাহায্য করছেন না অনুব্রত। ফলে তাঁকে জেল হেফাজতে রাখা হোক।
অনুব্রতর নিরাপত্তা আরও বাড়ল, বড় আরামদায়ক গাড়ির সিদ্ধান্ত সিবিআইয়ের
পালটা অনুব্রতর আইনজীবী বলেন, তাঁর মক্কেল অসুস্থ। তাঁকে বাড়িতে রাখা প্রয়োজন। দরকারের নিজাম প্যালেসের কাছে ঘর ভাড়া নিয়ে থাকবেন তিনি। ঢুকবেন না বীরভূম জেলায়।
সঙ্গে অনুব্রতর আইনজীবী দাবি করেন, সিবিআই অহেতুক প্রভাবশালী তত্ত্ব খাড়া করছে। মুখ্যমন্ত্রী কাউকে চিনলেই তিনি প্রভাবশালী হয়ে যান না।
দুপক্ষের সওয়াল জবাব চলে দুপুর ২টো পর্যন্ত। এর পর রায়দান স্থগিত রাখেন বিচারক। বেলা ২.৪৫ মিনিট নাগাদ আদালতের তরফে রায় ঘোষণা করে জানানো হয় অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।