অনুব্রত মণ্ডলের নামে আসানসোল আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। ৫৭ দিনের মাথায় এই চার্জশিট। এর সঙ্গেই প্রায় ১০০ পাতা অতিরিক্ত নথি রয়েছে। ৩৫ পাতার এই চার্জশিট। দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় অনুব্রতর নাম রয়েছে এই চার্জশিটে।
সব মিলিয়ে ১৮ কোটি টাকা ফিক্সড ডিপোজিটের কথা, ৫৩টি দলিলের কথা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। সিবিআইয়ের আধিকারিকরা অনুব্রতর নামে এই চার্জশিট জমা দেন। মূলত কীভাবে গরু পাচারের পুরো চক্রটি চলত, কোথা থেকে টাকা আসত, কাদের মারফৎ এই টাকা আদান প্রদান করা হত সবটাই উল্লেখ করা হয়েছে চার্জশিটে।
এদিকে এই চার্জশিটে অনুব্রতর নানা সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি বিভিন্ন ফিক্সড ডিপোজিটের কথাও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এর সঙ্গে বিপুল অঙ্কের টাকার লেনদেন সংক্রান্ত নানা প্রামাণ্য তথ্য়ও হাজির করা হয়েছে চার্জশিটের সঙ্গে।
এদিকে সম্প্রতি গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বর্তমানে তিনি জেলবন্দি। অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকেও গ্রেফতার করা হয়েছিল। তারও বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। জেলে গিয়ে ইডির তদন্তকারীরা এদিনই তার সঙ্গে কথা বলেন। সেক্ষেত্রে এবার আরও কতটা বিপাকে পড়েন কেষ্ট মণ্ডল,আরও কী নতুন তথ্য বেরিয়ে আসে সেটাই দেখার।