বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mondal: ‘পঞ্চায়েত নির্বাচন ব্যাপক হবে’, বিধাননগর আদালতে আসার পথে মেজাজে অনুব্রত

Anubrata Mondal: ‘পঞ্চায়েত নির্বাচন ব্যাপক হবে’, বিধাননগর আদালতে আসার পথে মেজাজে অনুব্রত

অনুব্রত মণ্ডল।

গত ১১ অগস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই হেফাজতে থাকাকালীন কলকাতার নিজাম প্যালেসে ছিলেন তিনি। সেখানে চলছিল জেরা। আতপর আসানসোল জেলে পাঠানো হয়। আসানসোলের বিশেষ সংশোধনাগারই এখন ঠিকানা তাঁর।

আজ, বৃহস্পতিবার বিধাননগর আদালতে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল। তাই সকালেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি। আসানসোল সংশোধনাগার থেকে কলকাতা বিধাননগর বিশেষ আদালত নিয়ে আসা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। শারীরিক অসুবিধা যাতে না হয় তার জন্য বাতানুকূল গাড়িতে বসিয়ে অনুব্রতকে বিধাননগর নিয়ে আসছে পুলিশ। কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করেছে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এই নিয়ে আসার পথেই বিস্ফোরক মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল।

ঠিক কী বলেছেন অনুব্রত মণ্ডল?‌ আজ, বৃহস্পতিবার আসানসোল আদালতের বাইরে অনুব্রতকে জিজ্ঞাসা করা হয়, পঞ্চায়েত নির্বাচনে কেমন ফল হতে চলেছে? জবাবে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘নির্বাচন ব্যাপক হবে’। আপনার শরীর কেমন আছে?‌ জিজ্ঞাসা করতেই তাঁর উত্তর, ‘ভাল নেই।’ এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে তিনি পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভাবনাচিন্তা করে ফেলেছেন। আর নির্বাচন ব্যাপক হবে মানে সাফল্য তৃণমূল কংগ্রেস পাবে সেই ইঙ্গিতই দিয়েছেন তিনি।

কেন আজ বিধাননগর আদালতে এলেন অনুব্রত?‌ জানা গিয়েছে, ২০১০ সালের মঙ্গলকোট থানা এলাকার পুরনো মামলায় অনুব্রত মণ্ডলকে কলকাতার বিধাননগরের এমপি–এমএলএ আদালতে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই বৃহস্পতিবার সশরীরে তিনি হাজিরা দিতে আসছেন। বামফ্রন্ট আমলে সেখানে একটি বিস্ফোরণ হয়েছিল। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছিল। চার্জশিটেও তাঁর নাম ছিল। তাই আজ আসছেন অনুব্রত মণ্ডল।

উল্লেখ্য, গত ১১ অগস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই হেফাজতে থাকাকালীন কলকাতার নিজাম প্যালেসে ছিলেন তিনি। সেখানে চলছিল জেরা। আতপর আসানসোল জেলে পাঠানো হয়। আসানসোলের বিশেষ সংশোধনাগারই এখন ঠিকানা তাঁর। সূত্রের খবর, সংশোধনাগারের হাসপাতাল ওয়ার্ডে রয়েছেন তিনি। দুই শয্যার হাসপাতালে চিকিৎসার সমস্ত বন্দোবস্ত করা হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.