বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Meditation: জেলে বসে ধ্যান করছেন অনুব্রত, চড়াম চড়াম নয়, আধ্যাত্মিক পথে কেষ্ট

Meditation: জেলে বসে ধ্যান করছেন অনুব্রত, চড়াম চড়াম নয়, আধ্যাত্মিক পথে কেষ্ট

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি

মা তারার ভক্ত তিনি। তাঁর বোলপুরের বাড়িতেও আছে মা তারার ছবি। আর জেলে তাঁর মাথার কাছে আছে তারা মায়ের ছবি। সেই মায়ের নামেই ধ্যানমগ্ন হচ্ছেন অনুব্রত মণ্ডল।

বরাবর তারা মায়ের ভক্ত অনুব্রত মণ্ডল। গুড় বাতাসা, চড়াম চড়াম উক্তির মূল প্রবক্তা কেষ্ট মণ্ডল বর্তমানে জেলে। ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে সূত্রের খবর, ইদানিং যেন জেলের ভেতরে তারাভক্ত কেষ্ট মণ্ডলের আধ্যাত্মিক চেতনা একলাফে কয়েকগুণ বেড়ে গিয়েছে। ঠিক কী হয়েছে ব্যাপারটা?

সূত্রের খবর, মঙ্গলবার সকালে আসানসোলে নির্দিষ্ট সেলে ঢুকে কার্যত চমকে উঠেছিলেন কারারক্ষীরা। প্রথমে তো তাঁকে দেখাই যাচ্ছিল না। আর সেলের মধ্যে অনুব্রতকে দেখতে না পেয়ে চোখে কার্যত সর্ষেফুল দেখতে শুরু করেন কারারক্ষী।

পরে দেখা যায় সেলের এক কোণে বসে ধ্যান করছেন অনুব্রত। মা চণ্ডী ও তারামায়ের বইও রয়েছে পাশে। একেবারে গভীর ধ্যানে মগ্ন তিনি। একসময় সেই ধ্যানও ভেঙে যায়। কিন্তু তবুও নট নড়ন চড়ন। এরপরই ধীরে ধীরে নড়ে ওঠেন তিনি। আর মুখে জয় তারা, জয় তারা ডাক। সঙ্গে হাততালি।

একেবারে যেন অন্য অনুব্রত। তবে কি জেলে বসে দিব্যজ্ঞান লাভ করছেন গরু পাচারকাণ্ডের অভিযুক্ত অনুব্রত? তবে কি জেলের নির্জন সেলে বসে আধ্যাত্মিক উত্তোরণ হচ্ছে কেষ্ট মণ্ডলের? চৌকির কাছে মাথার দিকে টাঙানো তারা মায়ের ছবি। একলা থাকার সময়টাতে তারা মাকে রাতদিন ডাকছেন অনুব্রত মণ্ডল। ঘুম থেকে উঠে স্নান সেরে ওই তারা মাকে পুজো দেন তিনি। তারপরে অন্য কাজ। তবে ধ্যানমগ্ন কেষ্ট মণ্ডল এখন অনেকের কাছেই চর্চার বিষয় হয়ে উঠেছে। 

বন্ধ করুন