বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mondal Lottery Win: অনুব্রতর কোটি টাকা জয় নিয়ে বিস্ফোরক লটারি বিক্রেতা, ঘনীভূত রহস্য

Anubrata Mondal Lottery Win: অনুব্রতর কোটি টাকা জয় নিয়ে বিস্ফোরক লটারি বিক্রেতা, ঘনীভূত রহস্য

তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল (এএনআই) (HT_PRINT)

মুন্না শেখ গতকাল বিকেলে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন। সেখানে প্রায় একঘণ্টা ছিলেন তিনি। সিবিআই ক্যাম্প থেকে মুন্না বেরিয়ে এলে তাঁকে অনুব্রতর লটারি জয় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর তখনই বিস্ফোরক দাবি করেন লটারি বিক্রেতা।

লটারিতে কোটি টাকা জিতেছিলেন অনুব্রত মণ্ডল। অন্তত লটারি সংস্থার বিজ্ঞাপনে তেমনটাই দাবি করা হয়েছিল। তবে কেষ্টর এই লটারি জয় নিয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। এই আবহে সেই রহস্য ভেদের উদ্দেশ্যে বোলপুরের লটারি বিক্রেতার সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বোলপুরের সেই লটারির টিকিট বিক্রেতা মুন্না শেখ গতকাল বিকেলে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন। সেখানে প্রায় একঘণ্টা ছিলেন তিনি। সিবিআই ক্যাম্প থেকে মুন্না বেরিয়ে এলে তাঁকে অনুব্রতর লটারি জয় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর তখনই বিস্ফোরক দাবি করেন লটারি বিক্রেতা।

মুন্না শেখ সাংবাদিকদের সামনে স্পষ্ট বলেন, ‘আমি অনুব্রত মণ্ডলকে কোনও লটারির টিকিট বিক্রি করিনি।’ অন্য কাউকে লটারি বিক্রি করেছিলেন কি না, সেই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মনে নেই।’ এদিকে সিবিআই তাঁর কাছ থেকে কী জানতে চেয়েছে, এই প্রশ্নের জবাবে মুন্না বলেন, ‘লটারির টিকিট প্রসঙ্গে জিজ্ঞাসা করেছে। আমি উত্তর দিয়েছি। আমি আপনাদের যা বললাম, সিবিআইকেও তাই বলেছি।’

‘রাহুল লটারি এজেন্সি’ থেকে লটারির টিকিট কিনেছিলেন এক টিকিট বিক্রেতা। সেই বিক্রেতার থেকে লটারি কেনেন মুন্না। তাঁর বিক্রি করা একটি টিকিটেই এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন ক্রেতা। বিজ্ঞাপনে নাম ওঠে অনুব্রতর। এই আবহে অনুব্রত নিজে লটারি কিনেছিলেন কি না, নাকি পুরোটাই কালো টাকা সাদা করার কারবার, তা খতিয়ে দেখছে সিবিআই। এই আবহে ‘রাহুল লটারি এজেন্সি’র মালিক শেখ আইনুলকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এজেন্সিতে হানাও দিয়ে তল্লাশিও চালায় সিবিআই। মুন্নার আগে আইনুল নথিপত্র নিয়ে সিবিআই ক্যাম্পে হাজির হয়েছিলেন।

বন্ধ করুন