বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mondal: টাকা তুলতে নারাজ তৃৃণমূল নেতাকে গাঁজা কেসে ফাঁসিয়ে দিয়েছিলেন অনুব্রত?

Anubrata Mondal: টাকা তুলতে নারাজ তৃৃণমূল নেতাকে গাঁজা কেসে ফাঁসিয়ে দিয়েছিলেন অনুব্রত?

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি

নরুল হুদা বলেন, ‘আমি তখন সবে হজ করে এসেছি। আমি একাজ করতে পারব না বলে অনুব্রতকে স্পষ্ট জানাই। ও আমার থেকে বয়সে ছোট। আমাকে বারবার অনুরোধ করতে থাকে। আমি ওকে প্রশ্ন করি, পঞ্চায়েত এলাকায় এত কম টাকার কাজ হয়। তার থেকে ১৩ শতাংশ কাটমানি নিলে কাজটা হবে কী করে?

নিজের সাম্রাজ্য কায়েম করতে কি শাসকদলের নেতা হিসাবে মাদক মামলা (পড়ুন গাঁজা কেস) -কেই হাতিয়ার করেছিলেন অনুব্রত মণ্ডল। একের পর এক একই ধরণের অভিযোগে উঠছে এই প্রশ্ন। বুধবার তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ করেছেন বোলপুর লাগোয়া রূপপুরের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি কাজি নুরুল হুদা। যদিও তৃণমূলের দাবি, বিজেপির সঙ্গে গোপন আঁতাত রয়েছে তাঁর।

বুধবার নরুল হুদা সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, ১৯৯৮ সালে তৃণমূলের জন্মলগ্ন থেকে দল করেন তিনি। ২০২০ সালের শেষ দিকে তাঁকে অনুব্রত মণ্ডল বলেন, এলাকার ঠিকাদারদের থেকে টাকা তুলতে হবে। সমস্ত কাজ থেকে ১৩ শতাংশ টাকা ঠিকাদারদের থেকে আদায় করতে হবে। তার মধ্যে ৪ শতাংশ দিতে হবে অনুব্রত মণ্ডলের অফিসে। ৬ শতাংশ ভাগ করে দিতে হবে গ্রাম পঞ্চায়েতকে। আর বাকি ৩ শতাংশ নিয়ে তুমি যা পারো করো’।

কর্নাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ শ্রমিকের, শোক প্রকাশ রাজ্যের মন্ত্রীর

নরুল হুদা বলেন, ‘আমি তখন সবে হজ করে এসেছি। আমি একাজ করতে পারব না বলে অনুব্রতকে স্পষ্ট জানাই। ও আমার থেকে বয়সে ছোট। আমাকে বারবার অনুরোধ করতে থাকে। আমি ওকে প্রশ্ন করি, পঞ্চায়েত এলাকায় এত কম টাকার কাজ হয়। তার থেকে ১৩ শতাংশ কাটমানি নিলে কাজটা হবে কী করে? কিন্তু ও টাকা তুলে দিতে হবে বলে নাছোড়’।

তিনি বলেন, ‘বারবার অনৈতিক কাজ করতে বলায় আমি রেগে গিয়ে একবার বলে ফেলি, ‘তুই কয়লা খেয়েছিস, পাথর খেয়েছিস, বালি খেয়েছিস, পঞ্চায়েত সমিতি খেয়েছিস, জেলা পরিষদ খেয়েছিস, তাও তোর পেট ভরছে না? এতে যদি পেট না ভরে, আমাদের আর কিছু করার নেই'। এর পর কেষ্ট আমাকে বলে, ‘তোমাকে আর পঞ্চায়েতে যেতে হবে না।’

'দায়িত্ব পালনে ব্যর্থ', SSP-র গাফিলতিতে পঞ্জাবে মোদীর নিরাপত্তায় গলদ,জানাল কমিটি

নুরুল হুদার দাবি, এর ২ দিন পর রাতে তাঁর বাড়িতে পুলিশ আসে। রাত ১১.৩০ মিনিট নাগাদ তাঁকে ও তাঁর ছোট ছেলেকে তুলে নিয়ে যায়। তাঁদের বিরুদ্ধে মাদক মামলা দেয় পুলিশ। সেই মামলায় ১ বছর জেলবন্দি ছিলেন বাপ – ব্যাটা। জেল থেকে ছাড়া পাওয়ার পর আর কোনও রাজনৈতিক দলে যোগদান করেননি তিনি।

নুরুল হুদার অভিযোগের প্রতিক্রিয়ায় তৃণমূলের তরফে জানানো হয়েছে, ওনার সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। উনি বিজেপির সঙ্গে আঁতাত করে এসব বলে থাকতে পারেন। অভিযোগের কোনও ভিত্তি নেই।

বলে রাখি, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার গাঁজা কেসের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এক দলীয় সভায় তাঁকে দলের জনৈক নেত্রীকে গাঁজা কেসে ফাঁসানোর নির্দেশ দিতে দেখা গিয়েছিল। সম্প্রতি সিউড়ির গাড়ি ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে গাঁজা কেসের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। এর পর অনুব্রতকে জামিন না দিলে পরিবারের সদস্যদের গাঁজা কেসে ফাঁসানো হবে বলে হুমকি চিঠি পেয়েছেন সিবিআই আদালতের বিচারক। এবার আরও একজন অনুব্রতর বিরুদ্ধে একই ধরণের অভিযোগে সরব হলেন।

 

বাংলার মুখ খবর

Latest News

'বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন…', CP-কে নিয়ে মমতার মন্তব্য ঘিরে বিস্ফোরক অভিযোগ মেয়াদ শেষ হওয়ার আগেই রাহানেকে ছেড়ে দিচ্ছে লেস্টারশায়ার! পিছনে রয়েছে কী কারণ? মল্লিক বাড়িতে ঠাকুর দেখতে যান? আরজি কর আবহে হঠাৎ সিদ্ধান্ত বদল, যা বললেন কোয়েল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল আরজি করে চিকিৎসক খুন কাণ্ডে নয়া মোড়, 'আমি খুশি', পোস্ট 'বিদ্রোহী' TMC সাংসদের কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.