বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গরুপাচার: মাথায় ফেজ টুপি, মমতার নামে মাজারে চাদর চড়ালেন অনুব্রত, কী বললেন তিনি?

গরুপাচার: মাথায় ফেজ টুপি, মমতার নামে মাজারে চাদর চড়ালেন অনুব্রত, কী বললেন তিনি?

অনুব্রত মণ্ডল।

বিগতদিনে বিরোধীদের উপর হম্বিতম্বিতে তাঁর জুড়ি খুঁজে পাওয়া যেত না। তবে সম্প্রতি সিবিআই একাধিকবার তাঁকে তলব করেন। বর্তমানে তিনি বীরভূমে। এদিন মাজারে চাদর চড়াতে দেখা গেল তাঁকে।

অনুব্রত মণ্ডল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। গরু পাচারকাণ্ডে তাঁকে সিবিআই সম্প্রতি তলব করেছিল। জেরাও করা হয় তাঁকে। তবে তিনি বর্তমানে বীরভূমেই রয়েছে। অনেকেই বলছেন আগের মতো সেই দাপট আর নেই। কেমন যেন মিইয়ে গিয়েছেন। মঙ্গলবার বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের পাথরচাপুরি গ্রামের দাতাবাবার মাজারের সামনে কালো গাড়ি থেকে নামলেন তিনি। 

একেবারে রক্ষীদের কাঁধে ভর দিয়ে তিনি এগিয়ে যান। ছবি তোলার জন্যও নিষেধ করেন রক্ষীরা। এরপর মাথায় ফেজ টুপি পরে এগিয়ে যান তিনি। দৃশ্যতই তিনি কষ্ট করেই হাঁটছিলেন। এদিন তাঁর সঙ্গে সিউড়ি বিধানসভার তৃণমূলের বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ তৃণমূল নেতৃত্ব ছিলেন।

এদিকে এলাকায় পুলিশের পাহারাও যথেষ্ট ছিল। নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই ছিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, আমি দিদির নামে, অভিষেকের নামে চাদর চাপালাম। আমি আর আমার মেয়ে আর স্ত্রীর নামে চাদর চাপালাম। শরীর দেখতেই পারছেন। এখান থেকে একটু গেলেই দুবার দাঁড়াতে হচ্ছে। এদিকে সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময়তেও তিনি রক্ষীদের কাঁধে ভর দিয়ে ছিলেন। একটু হেঁটেই তিনি খানিক দাঁড়িয়ে পড়েন। 

এর আগে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার দিনই তিনি এসএসকেএমে ভর্তি হয়েছিলেন। পরে জানা যায় তাঁর অন্ডকোষে সমস্যা রয়েছে।

বন্ধ করুন