বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mondal: কেষ্ট হাঁকালেন সেঞ্চুরি, বুকের ব্যথা কমিয়ে ফিরলেন হাসপাতাল থেকে আসানসোল জেলে

Anubrata Mondal: কেষ্ট হাঁকালেন সেঞ্চুরি, বুকের ব্যথা কমিয়ে ফিরলেন হাসপাতাল থেকে আসানসোল জেলে

অনুব্রত মণ্ডল। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

অনুব্রত মণ্ডল দীর্ঘদিনের শ্বাসকষ্টের রোগী। এবার তাঁর ঠাণ্ডা লেগে সর্দি হয়েছে। সঙ্গে আছে জ্বর জ্বর ভাব। রবিবার সকালে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। তখনই আসানসোল জেল থেকে ফোন যায় জেলা হাসপাতালে। অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হচ্ছে বলে খবর দেওয়া হয়। সেখানে মেপে দেখা যায় অনুব্রত মণ্ডলের আর‌ও ওজন কমেছে।

আসানসোল জেলে তাঁর বুকে ব্যথা করেছিল। আর চেস্ট পেইনে কাতর হয়ে তিনি গিয়েছিলেন আসানসোল জেলা হাসপাতালে। সেখানে বিস্তর পরীক্ষা–নিরীক্ষা করে বিকেলে তিনি ফেরত এলেন শ্রীঘরে। হ্যাঁ, তিনি তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ, রবিবার চিকিৎসকরা নানান পরীক্ষা করে জানিয়ে দেন, সব ঠিক আছে। তখন অনুব্রত মণ্ডলকে আবার জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

ঠিক কী ঘটেছে জেলা হাসপাতালে?‌ হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডল দীর্ঘদিনের শ্বাসকষ্টের রোগী। এবার তাঁর ঠাণ্ডা লেগে সর্দি হয়েছে। সঙ্গে আছে জ্বর জ্বর ভাব। রবিবার সকালে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। তখনই আসানসোল জেল থেকে ফোন যায় জেলা হাসপাতালে। অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হচ্ছে বলে খবর দেওয়া হয়। সেখানে মেপে দেখা যায় অনুব্রত মণ্ডলের আর‌ও ওজন কমেছে। বীরভূমের এই দাপুটে নেতার ওজন এখন ১০০ কেজি।

আর কী জানা যাচ্ছে?‌ আজ, রবিবার বেলা ১১.৪০ নাগাদ অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। গাড়ি থেকে নিজেই হেঁটে হাসপাতালে ঢোকেন তিনি। তাঁকে তখন সরাসরি ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ওজন মেপে দেখা যায় ১০০ কেজি। প্রায় ৩০ মিনিট ধরে তাঁকে পরীক্ষা–নিরীক্ষা করা হয়। বুকের এক্সরে হয়। ব্লাড–প্রেসার এবং সুগার মাপা হয়। ওজন‌ও মাপা হয়। তখনই জানা যায় তিনি সেঞ্চুরি করেছেন ওজনে।

ঠিক কী জানিয়েছেন চিকিৎসকরা?‌ এদিন সব পরীক্ষা–নিরীক্ষা করে চিকিৎসকরা জানান, কোন‌ও সমস্যা নেই অনুব্রতর। ইসিজি করেও দেখা হয়েছে। তাঁরা জানান, এখন অনুব্রত মণ্ডলের সবকিছুই স্বাভাবিক আছে। তবে অনুব্রতর ওজন করতে গিয়ে দেখা যায় তিনি এখন ১০০ কেজিতে রয়েছেন। শেষ ২৫ দিনে কেষ্টর ১ কেজি ওজন কমেছে। গত ২৫ অক্টোবর অনুব্রতর ওজন করে দেখা গিয়েছিল তিনি ১০১ কেজিতে রয়েছেন।

বন্ধ করুন