বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mondal: কেষ্ট ও ঘনিষ্ঠদের ১৬২টি সম্পত্তি পেল CBI, অল্পের জন্য হাফ সেঞ্চুরি হল না সায়গলের

Anubrata Mondal: কেষ্ট ও ঘনিষ্ঠদের ১৬২টি সম্পত্তি পেল CBI, অল্পের জন্য হাফ সেঞ্চুরি হল না সায়গলের

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি

সিবিআই সূত্রে যে তালিকা সংবাদমাধ্যমের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের নামে বিভিন্ন জায়গায় নথিভুক্ত রয়েছে মোট ২৪টি সম্পত্তি। অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে রয়েছে ২৬টি সম্পত্তি। অনুব্রতর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে রয়েছে ১২টি সম্পত্তি।

গরুপাচারের তদন্তে অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের নামে নথিভুক্ত ১৬২টি সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সংবাদমাধ্যমের হাতে এসেছে সেই সম্পত্তির তালিকা। তাতে অনুব্রত মণ্ডল, তাঁর স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামেই রয়েছে ৬২টি সম্পত্তি।

সিবিআই সূত্রে যে তালিকা সংবাদমাধ্যমের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের নামে বিভিন্ন জায়গায় নথিভুক্ত রয়েছে মোট ২৪টি সম্পত্তি। অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে রয়েছে ২৬টি সম্পত্তি। অনুব্রতর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে রয়েছে ১২টি সম্পত্তি। সব মিলিয়ে যার দাম বেশ কয়েক কোটি টাকা।

বোলপুরে অবৈধ কয়লা ডিপোর হদিশ, উদ্ধার ৮০ টন কয়লা, গ্রেফতার পাচারকারী

এছাড়া অনুব্রতর দেহরক্ষী সায়গলের নামে রয়েছে ৪৭টি সম্পত্তি। অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎ গায়েনের নামে রয়েছে ৩২টি সম্পত্তি। বিদ্যুতের স্ত্রীর নামে রয়েছে ৩টি সম্পত্তি। অনুব্রতর আরেক ঘনিষ্ঠ কমলকান্তি ঘোষ ও তাঁর পরিবারের নামে রয়েছে ১৮টি সম্পত্তি।

সিবিআই সূত্রে খবর, এই সম্পত্তির কতগুলি গরুপাচারের টাকায় কেনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। প্রমাণ পেলে সেই সম্পত্তিগুলি অ্যাটাচ করবেন তাঁরা।

বুধবারও বোলপুরে অনুব্রত ঘণিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তার মধ্যে রয়েছে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি। এছাড়া অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে এদিন আটক করেন সিবিআইয়ের গোয়েন্দারা। সব মিলিয়ে আরও বিপাকে অনুব্রত মণ্ডল।

 

বন্ধ করুন