বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anupam Hazra: ইডির ভয়! চুপি চুপি বিজেপিতে আসতে চান?এই নম্বরে ফোন করুন, জানালেন অনুপম

Anupam Hazra: ইডির ভয়! চুপি চুপি বিজেপিতে আসতে চান?এই নম্বরে ফোন করুন, জানালেন অনুপম

কেষ্ট মণ্ডল ও অনুপম হাজরা। ফাইল ছবি

অনুপম হাজরার দাবি, একেবারে স্ট্যাম্প লাগানো চোর যারা নন, কিছুটা স্বচ্ছ ভাবমূর্তি যাদের রয়েছে তাদের জন্য বিজেপির দরজা খোলা।

অনুপম হাজরা। একটা সময় তিনিও ছিলেন তৃণমূলে। পরে তিনি বিজেপিতে যোগ দেন। তবে এবার তৃণমূল নেতাদের বিজেপিতে আসার আহ্বান করলেন অনুপম হাজরা। বীরভূমের জয়দেবের দলীয় সভামঞ্চ থেকে তিনি বিস্ফোরক মন্তব্য করেন।

বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা জানিয়েছেন, যে সমস্ত তৃণমূল নেতারা হাতে মোটা মোটা সোনার চেন পরেন যাদের মনে হচ্ছে ইডি সিবিআই আসতে পারে। আমার ফেসবুকের উপর একটি নম্বর দেওয়া আছে। যোগযোগ করে বিজেপিতে চলে আসতে পারেন। তবে বিজেপি নেতার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্য়েই সমালোচনার ঝড় উঠেছে। কারণ তৃণমূল বার বারই অভিযোগ তোলে তৃণমূলে পাপ করে কেউ বিজেপিতে গেলেই মাফ হয়ে যায়। ওয়াশিং মেশিনের কাজ করে বিজেপি।

তবে অনুপম হাজরার দাবি, একেবারে স্ট্যাম্প লাগানো চোর যারা নন, কিছুটা স্বচ্ছ ভাবমূর্তি যাদের রয়েছে তাদের জন্য বিজেপির দরজা খোলা।

অনুপমের দাবি, এখানে যারা স্থানীয় তৃণমূল নেতা আছেন, যারা রাতারাতি কোটিপতি হয়েছেন, স্করপিও গাড়ি চড়ছেন, হাতে, গলায় মোটা সোনার চেন এই ধরনের নেতা যারা আছেন মনে হচ্ছে ইডি সিবিআই আসতে পারে। তাদের খোলা মঞ্চে আহ্বান জানাই। চুরিটা বন্ধ করুন। অনুপম হাজরা নামে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। সেখানে যোগাযোগের একটা নম্বর আছে। সেখানে যোগাযোগ করুন। বিজেপিতে যোগ দিতে যদি সামনাসামনি বলতে লজ্জা লাগে তবে কানে কানে বলুন, আমরা দেখব তাদের কী করে কাজে লাগানো যায়।

কার্যত একেবারে বিস্ফোরক দাবি অনুপমের। তবে স্ট্যাম্প মারা চোর ডাকাতদের সতর্ক করে দেন তিনি। তাদের বিজেপিতে নেওয়ার ক্ষেত্রে সমস্যা আছে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে অনুপমের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, এটা তো জলের মতোই পরিষ্কার। ইডি-সিবিআইকে যে রাজনৈতির প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ব্যবহার করা হচ্ছে সেটা তো বার বারই বলা হয়েছে। সেটাই এবার প্রকাশ্য সভায় জানিয়ে দিলেন বিজেপি নেতা।

 

বন্ধ করুন