আর কিছুদিন পরই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তারপর আবার উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে বঙ্গে। এই আবহে বাসে করে পরীক্ষাকেন্দ্রে যাবে বহু পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের যাতায়াতের কথা ভেবেই এবার এগিয়ে এল আরামবাগ বাস অ্যাসোসিয়েশন। আরামবাগ মহকুমা এবং আশপাশের পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতেই বাস মালিকরা বিশেষ ব্যবস্থা করছেন। মাধ্যমিক পরীক্ষার্থীরা এখন এই সুবিধা পাবে। তারপর একই পরিষেবা পাবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য কোনও ভাড়া লাগবে না। তার জন্য শুধু দেখাতে হবে অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড দেখালেই বাস ভাড়া মুকুব।
এটা একটা অভিনব পদক্ষেপ। যা আরামবাগ বাস অ্যাসোসিয়েশন করল। এইটা দেখে যদি আরও কোনও জেলা এমন পদক্ষেপ নেয় তাহলে পরীক্ষার্থীদের বড় রকমের উপকার হবে। আরামবাগ বাসস্ট্যান্ডে সাংবাদিক সম্মেলন করে কয়েকটি বাস মালিক সংগঠনের কর্মকর্তারা ঘোষণা করেন, ‘মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরকে দেখলেই দাঁড়াবে বাস। আর পরীক্ষার্থীদেরকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে। তার ফলে চার জেলা—হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের একাংশ এলাকার পরীক্ষার্থীরা অনেকটাই উপকৃত হবেন। আরামবাগের সাতটি বাস সংগঠন এই বছর পরীক্ষার্থীদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।’
আরও পড়ুন: এবার সমস্ত পুলিশ কর্মীদের সম্পর্কে রিপোর্ট তলব করল সিআইডি, সব জেলায় পৌঁছল নির্দেশিকা
মাধ্যমিক পরীক্ষার্থীরা অনেকেই একা পরীক্ষাকেন্দ্রে যায়। আবার কিছু পরীক্ষার্থী তাদের অভিভাবকদের সঙ্গে যায়। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বেশিরভাগই একা যাতায়াত করেন পরীক্ষাকেন্দ্রে। সকলেই এই পরিষেবা পাবে। এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে আরামবাগ বাস এবং মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন, ‘সামনেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা আছে। তখন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য তাদের কাছ থেকে বাস ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রত্যেক পরীক্ষার্থীকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বাস কনডাক্টরকে দেখাতে হবে। তাহলেই বাস ভাড়া মুকুব হবে।’
এছাড়া পরীক্ষার্থীরা রাস্তায় হাত দেখালেই বাস দাঁড়িয়ে পড়বে। বাস কর্মীদের বলা হয়েছে, পরীক্ষার্থীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে। পরীক্ষা সময় যাতে দুর্ঘটনা না ঘটে সে দিকে খেয়াল রাখতে নির্দেশ দিয়েছেন অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। ২০০টির বেশি বাস তখন আরামবাগ মহকুমা–সহ বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার পরীক্ষার্থীদের জন্য চলাচল করবে। এবারই এই প্রথম এমন একটা অভিনব পন্থা নিলেন বাস মালিক কর্তারা। এখানে ৮–৯টি রুটের বাস চলাচল করে। আরামবাগ, খানাকুল, পুরশুড়া, গোঘাট ছাড়াও তারকেশ্বর এলাকার বহু পরীক্ষার্থীর এতে উপকার হবে।