বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Arjun Singh: পুরনো প্রতিদ্বন্দ্বী গোপালকে সঙ্গে নিয়েই মন্দিরে পুজো দিলেন অর্জুন

Arjun Singh: পুরনো প্রতিদ্বন্দ্বী গোপালকে সঙ্গে নিয়েই মন্দিরে পুজো দিলেন অর্জুন

মন্দিরে পুজো দিলেন অর্জুন সিং

সাংসদ অর্জুন সিংয়ের শুভ কামনায় এক কুইন্টাল এক কেজি লাড্ডু বিতরণ করলেন ভাটপাড়ার প্রাক্তন পুর প্রধান গোপাল রাউত। এদিন মন্দিরে পুজো দিয়ে সাংসদ অর্জুন সিং জানান, ‘‌বাবার আশির্বাদ নিয়ে গেলাম।’‌

‌দুদিন আগেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন সিং। যোগ দিয়েই আগের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পথে হাঁটলেন অর্জুন। পুজো দিলেন মন্দিরে। বুঝিয়ে দিচ্ছেন, ‘‌আমি তোমাদেরই লোক।’‌ ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েই দমদম–ব্যারাকপুর সাংগঠনিক বৈঠকেও যোগ দিয়েছেন অর্জুন সিং।

এদিন কাঁকিনাড়ায় ফলাহারি বাবার মন্দিরে পুজো দিতে যান অর্জুন সিং। একটা সময়ে প্রতিদ্বন্দ্বী তৃণমূল নেতা গোপাল রাউতকে সঙ্গে নিয়েই মন্দিরে পুজো দিতে যান তিনি। ব্যান্ড পার্টি নিয়ে মিছিল করে আতসবাজি ফাটিয়ে এদিন মন্দিরে পুজো দিতে যান তিনি। সাংসদ অর্জুন সিংয়ের শুভ কামনায় এক কুইন্টাল এক কেজি লাড্ডু বিতরণ করলেন ভাটপাড়ার প্রাক্তন পুর প্রধান গোপাল রাউত। এদিন মন্দিরে পুজো দিয়ে সাংসদ অর্জুন সিং জানান, ‘‌বাবার আশির্বাদ নিয়ে গেলাম।’‌ দীর্ঘদিনের ছায়াসঙ্গী গোপাল রাউতকে সঙ্গে নিয়ে অর্জুন জানান, ‘‌এখানে যারা আছেন, তাঁদের সবাইকে আমি তৈরি করেছি। সবাই আমার সঙ্গে আছে।’‌ একই সুরে কথা বলে অর্জুন সিং সম্পর্কে প্রাক্তন পুর প্রধান জানান, ‘‌উনি আমার অভিভাবক ছিলেন। এখনও আছেন। ২০ বছর ধরে আমরা একসঙ্গে লড়াই করেছি। উনি আবার আমাদের কাছে চলে এসেছেন। আর কোনও লড়াই নেই।’‌

কিছুদিন আগেই ভাটপাড়ায় ফক্করবাবার প্রাচীন শিবমন্দির নতুন করে তৈরি হয়। উদ্বোধনের আগে গত ১১ মে কলসযাত্রার আয়োজন করা হয়। সেখানে অর্জুন সিংয়ের সঙ্গে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে একসঙ্গে হাঁটতে দেখা যায়। অর্থাৎ অর্জুন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে আসার আগে থেকেই দলের নেতা, বিধায়কদের সঙ্গে যে তাঁর যোগাযোগ চলছিল, তা বলার অপেক্ষা রাখে না। গত সোমবার টিটাগড়ে দলের সাংগঠনিক বৈঠকেও যোগ দিতে দেখা গেলে অর্জুনকে। সেখানে সাংসদ সৌগত রায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, বিধায়ক মদন মিত্র, রাজ চক্রবর্তী, তাপস রায়-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বন্ধ করুন