বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আসানসোলে ফের হদিশ মিলল অস্ত্র কারখানার, আটক ২

আসানসোলে ফের হদিশ মিলল অস্ত্র কারখানার, আটক ২

এই বাড়িতেই চলছিল অস্ত্র কারখানা। 

আসানসোল পুরসভার ৮৩ নম্বর ওয়ার্ডে আজাদ নগরে অস্ত্র কারখানা চলছে বলে জানতে পারে হীরাপুর পুলিশ।

ফের অস্ত্র কারখানার হদিশ মিলল পশ্চিম বর্ধমানের আসানসোলে। আসানসোলের হীরাপুর থানা এলাকার ১০ নম্বর বস্তিতে একটি বাড়ির ভিতরে চলছিল অস্ত্র কারখানাটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিছু তৈরি ও অর্ধেক তৈরি দেশি বন্দুক ও অস্ত্র তৈরির যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে সাম্প্রতিককালে আসানসোলে ২টি অস্ত্র কারখানার খোঁজ মিলল।

আসানসোল পুরসভার ৮৩ নম্বর ওয়ার্ডে আজাদ নগরে অস্ত্র কারখানা চলছে বলে জানতে পারে হীরাপুর পুলিশ। সোমবার সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি তৈরি ও অর্ধেক তৈরি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে তারা। বাড়ির ভিতর সেপটিক ট্যাঙ্কের মতো একটি গর্তের ভিতরে অস্ত্র কারখানা চলছিল বলে জানিয়েছে পুলিশ। অস্ত্র কারখানা চালানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে হীরাপুর থানা।

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া আসানসোলের বিভিন্ন এলাকায় অস্ত্র কারখানা তৈরির প্রবণতা বাড়ছে। সম্প্রতি কুলটি থানা এলাকার ডিসেরগড়ে একটি অস্ত্র কারখানার খোঁজ পায় পুলিশ। কী ভাবে ঘন জনবসতিপূর্ণ এলাকায় অস্ত্র কারখানা চলছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সঙ্গে এই অস্ত্র কাদের কাছে পাঠানো হত তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই বাড়িতে যে অস্ত্র তৈরি হতো তা জানাই ছিল না তাঁদের। 

 

বন্ধ করুন