বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিমান অপহরণের চেষ্টা? বাগডোগরায় যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল পিস্তল

বিমান অপহরণের চেষ্টা? বাগডোগরায় যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল পিস্তল

ধৃত রাহানুদ্দিন

বিমানবন্দর সূত্রের খবর, শুক্রবার চেন্নাইগামী বিমানের যাত্রীদের ব্যাগ পরীক্ষার সময় রাহানুদ্দিনের ব্যাগে কাপড়ের ভাঁজ থেকে উদ্ধার হয় পিস্তল।

বাগডোগরা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল বন্দুক। শুক্রবার বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ পরীক্ষার সময় পিস্তলটি উদ্ধার হয়। তখনই রাহানুদ্দিন নামে ওই যাত্রীর ব্যাগ থেকে পিস্তলটি উদ্ধার হয়। এর পর তাঁকে গ্রেফতার করে CISF. সে চেন্নাই যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

বিমানবন্দর সূত্রের খবর, শুক্রবার চেন্নাইগামী বিমানের যাত্রীদের ব্যাগ পরীক্ষার সময় রাহানুদ্দিনের ব্যাগে কাপড়ের ভাঁজ থেকে উদ্ধার হয় পিস্তল। এর পরই ব্যাগের মালিককে গ্রেফতার করা হয়। ধৃত বিহারের কাটিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, চিকিৎসার জন্য চেন্নাই হয়ে বেঙ্গালুরু যাচ্ছিল সে। কেন সে পিস্তল নিয়ে বিমানে ওঠার চেষ্টা করছিল। তার বিমান অপহরণের কোনও পরিকল্পনা ছিল কি না জানতে তদন্ত শুরু করেছে CISF ও পুলিশ। ধৃতের দাবি, তাঁর ব্যাগে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখে তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। 

 

বন্ধ করুন