বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে যুবককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক সেনাকর্মীর বিরুদ্ধে। ওই ঘটনায় অনুপ সরকার নামে ওই সেনাকর্মীকে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ। আহত সবুর সর্দারের চিকিৎসা চলছে। তাঁর দেহে একাধিক গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে খবর, অনুপের বোনের সঙ্গে দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক ছিল বছর তিরিশের সবুর সর্দারের। এই সম্পর্ক মেনে নিতে পারেননি অনুপ ও তাঁর পরিবার। সম্প্রতি রাজস্থানে সেনাঘাঁটি থেকে ছুটিতে বাড়িতে আসেন অনুপ। অভিযোগ বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন পেশায় মৎস্যব্যবসায়ী সবুর। যুবতীর বাড়ির সামনে আসতেই তাঁকে কাবু করে ফেলে অনুপ। এর পর পরিবারের অন্যান্য পুরুষ সদস্যদের সহযোগিতায় যুবকের হাত পা বেঁধে ফেলে। তার পর তাঁকে মাটিতে ফেলে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে সে। এর পর তাকে মৃত ভেবে পরিত্যক্ত জমিতে ফেলে দেয়।
বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যুবককে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাঁকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনায় অনুপ ও তাঁর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছেন সবুরের বাবা জাকির সর্দার। অভিযোগের ভিত্তিতে শনিবার ভোরে সেনাকর্মী অনুপ সরকারকে গ্রেফতার করে পুলিশ।