বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Fake Doctor: স্মার্ট চেহারা, গলায় স্টেথোস্কোপ, কাঁকসায় গ্রেফতার 'ভুয়ো ডাক্তার'

Fake Doctor: স্মার্ট চেহারা, গলায় স্টেথোস্কোপ, কাঁকসায় গ্রেফতার 'ভুয়ো ডাক্তার'

ভুয়ো ডাক্তার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি।

ওই ব্য়ক্তি আর কোথায় এই কারবার চালাতেন তা কাঁকসা থানার পুলিশ খতিয়ে দেখছে। আর কেউ এই চক্রের সঙ্গে জড়িত কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আদপে তার শিক্ষাগত যোগ্যতা ঠিক কী সেটাও পুলিশ খতিয়ে দেখছে।

একেবারে জমিয়ে ফেলেছিলেন কারবার। অন্যের রেজিস্ট্রেশন ব্যবহার করে চুটিয়ে ডাক্তারি করছিলেন এক ব্যক্তি। কিন্তু শেষরক্ষা হল না। পশ্চিমবর্ধমানের কাঁকসা থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক। তার নিজের নামে কোনও রেজিস্ট্রেশন নেই বলে অভিযোগ। ধৃতের নাম দেবাশিস পোড়ে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে ওই ব্যক্তি আদতে কলকাতার গড়িয়ার বাসিন্দা। তিনি পানাগড়ের একটি ক্লিনিকে রীতিমতো চিকিৎসা করতেন। কিন্তু এনিয়ে স্থানীয় বাসিন্দাদের কিছুটা সন্দেহ হচ্ছিল। তারপরই স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন তাঁরা।

এদিকে এরপরই পুলিশ খোঁজখবর শুরু করে। পুলিশ জানতে পারে ওই ব্যক্তি আদতে ভুয়ো চিকিৎসক। মানুষকে ভুল বুঝিয়ে তিনি ডাক্তারির কারবার চালাচ্ছেন। এরপরই পানাগড় বাজার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশের গাড়িতে তোলার সময় সাংবাদিকরা তাকে বার বার প্রশ্ন করেন আপনি কীসের ডাক্তার? কিন্তু তিনি কোনও উত্তর দিতে চাননি।

এদিকে স্থানীয় সূত্রে খবর, একেবারে স্মার্ট চেহারার ওই ব্যক্তি। ধোপদুরস্ত পোশাক পরে স্টেথোস্কোপ নিয়ে তিনি ডাক্তারি করতেন। কিন্তু তদন্তে নামতেই আসল কথাটি সামনে এসে গেল। এদিকে ওই ব্য়ক্তি আর কোথায় এই কারবার চালাতেন তা কাঁকসা থানার পুলিশ খতিয়ে দেখছে। আর কেউ এই চক্রের সঙ্গে জড়িত কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আদপে তার শিক্ষাগত যোগ্যতা ঠিক কী সেটাও পুলিশ খতিয়ে দেখছে। তবে এভাবে প্রতারণার জাল আর কতদূর ছড়ানো হয়েছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

 

 

 

 

বন্ধ করুন