কিছুদিন আগেই বর্ধমানে খোঁজ মিলেছিল হেরোইন তৈরির কারখানা। সেখানেও ভিনরাজ্য থেকে লোকজন এসে হেরোইন তৈরি করত বলে অভিযোগ। তদন্তে উঠে এসেছিল মণিপুর থেকে নিয়ে আসা হত হেরোইন তৈরির সামগ্রী। এবার বনগাঁ থেকে গ্রেফতার করা হল সেই মণিপুরেরই বাসিন্দা এক যুবককে। তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে। নগদ ৫৬ হাজার টাকাও পাওয়া গিয়েছে তার কাছ থেকে।
পুলিশ সূত্রে খবর, এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই যুবক। উত্তর ২৪ পরগনার বনগাঁর নেহেরু নগর ঘোষপাড়া এলাকায় ঘটনা। এদিকে ওই যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপরই তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই যুবককে জেরা করা শুরু করে। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে ৭০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। তার সঙ্গে ৫৬ হাজার ৯১০ টাকা ছিল। প্রাথমিকভাবে পুলিশ জেনেছে ওই যুবক আদতে মণিপুরের বাসিন্দা। তার নাম মহম্মদ আমির খান। বয়স ২১ বছর। তবে ওই যুবক আন্তর্জাতিক কোনও মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত কি না তা পুলিশ খতিয়ে দেখছে। এদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁয় মাদকের কারবার চলছে বলে অভিযোগ। এমনকী অনলাইনে, মোবাইলেও মাদকের অর্ডার দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে অভিযোগ। তবে ওই যুবক কাকে মাদক পৌঁছে দেওয়ার জন্য এসেছিল তা পুলিশ খতিয়ে দেখছে।