বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বহরমপুরে তরুণী খুনে গ্রেফতার যুবক, সামসেরগঞ্জ হয়ে পালানোর চেষ্টা করছিল

বহরমপুরে তরুণী খুনে গ্রেফতার যুবক, সামসেরগঞ্জ হয়ে পালানোর চেষ্টা করছিল

খুনের ঘটনায় তদন্তে নামে পুলিশ

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর ৩টে নাগাদ মেস থেকে বেরিয়েছিল ওই ছাত্রী। এদিকে ওই যুবক তাকে ফোন করে ডেকেছিল বলে অনেকের ধারণা। এরপর ভর সন্ধ্যায় বহরমপুর সুইমিং ক্লাবের গলিতে তাদের কথাকাটাকাটি হয়। তখনই সে প্রথমে গুলি চালায় বলে অভিযোগ।

বহরমপুরে ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হল সোমবার রাতে। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তাকে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই যুবকের বাড়ি মালদায়। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ হয়ে সে পালানোর চেষ্টা করছিল। সেই সময় পুলিশ তাকে পাকড়াও করে। তাকে বহরমরপুর থানায় আনা হচ্ছে। এদিকে খুন করার পরে সে কিছুক্ষণ ওই ছাত্রীর দেহের সামনেই দাঁড়িয়ে ছিল। সিসি ক্যামেরায় সেই ছবি ধরাও পড়ে। পরে সে ওই এলাকা থেকে চম্পট দেয়। পুলিশ গিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। কিন্তু তার মৃত্যু হয়। মৃতের নাম সুতপা চৌধুরী(২০)।

এদিকে পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর ৩টে নাগাদ মেস থেকে বেরিয়েছিল ওই ছাত্রী। এদিকে ওই যুবক তাকে ফোন করে ডেকেছিল বলে অনেকের ধারণা। এরপর ভর সন্ধ্যায় বহরমপুর সুইমিং ক্লাবের গলিতে তাদের কথাকাটাকাটি হয়। তখনই সে প্রথমে গুলি চালায় বলে অভিযোগ। এরপর মৃত্যু নিশ্চিত করতে সে একের পর এক কোপাতে থাকে। পরে সে চম্পট দেয়। 

এদিকে স্থানীয় সূত্রে খবর, স্থানীয় যুবকরা তাকে তাড়া করার চেষ্টা করে। কিন্তু বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছিল বলে অভিযোগ। এরপরই সে এলাকা থেকে গা ঢাকা দেয়। এদিকে ঘটনার কথা জানাজানি হতেই বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি করা শুরু করে। স্থানীয় বাস স্ট্যান্ড, রেল স্টেশন, অটো স্ট্যান্ড, মূল রাস্তাতেও নজরদারি শুরু হয়ে যায়। এদিকে সিসি ক্যামেরার ফুটেজেও তখন ছড়িয়ে পড়েছে। এবার ধৃতকে জেরা করে খুনের কারণ জানতে চাইছে পুলিশ।

বাংলার মুখ খবর

Latest News

‘ওঁর নতুন স্বামীই তো বলেছেন..’, সোহিনী-দীপ্সিতাকে দু'পাশে নিয়ে হাঁটতে চান কল্যাণ ভাদ্রপদের শেষ একাদশীতে পক্ষ পরিবর্তন করে শ্রীহরি, জেনে নিন তিথি ও পুজোর শুভ সময় 'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.