বাংলা ও বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তাবকে সমর্থন করলেন মুর্শিদাবাদের বিজেপি বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ। শুক্রবার তিনি দাবি করেন, আমি আগেই এই দাবি তুলেছিলাম। সংসদে নিশিকান্ত দুবে একই দাবিতে সোচ্চার হওয়ায় আমার বক্তব্য স্বীকৃতি পেল।
আরও পড়ুন - ভয়ে পুরো ঘামছিল! ল্যাপটপ চোর সন্দেহে ছাত্রকে হেনস্থা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে
পড়তে থাকুন - দুর্গাপুজোর পর খুলে যেতে পারে হলং বনবাংলো, বিধানসভায় নতুন তথ্য দিলেন মন্ত্রী
বৃহস্পতিবার লোকসভায় অনুপ্রবেশ ও জনবিন্যাস বদল রুখতে পশ্চিমবঙ্গ ও বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তোলেন গোন্ডার সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন, পশ্চমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ থেকে অনুপ্রবেশকারীরা এসে ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে। ঝাড়খণ্ড সরকার এব্যাপারে নিরব। আমি পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ এবং বিহারের কিশানগঞ্জ, আরারিয়া ও কাটিহার জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানাচ্ছি। কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের পর সেখানে NRC করার দাবিও তোলেন তিনি।
শুক্রবার সকালে নিশিকান্তের দাবিকে সমর্থন করে মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ বলেন, ‘আমি অনেক আগেই এই দাবি তুলেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম, মুর্শিদাবাদ ও মালদায় যে ভাবে অনুপ্রবেশ হচ্ছে তাতে আগামী দিনে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। ভারতবিরোধী শক্তি মালদা ও মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করছে। তার পর সারা দেশে ছড়িয়ে যাচ্ছে তারা। রাজ্য পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আর তৃণমূলের লক্ষ্য শুধু ক্ষমতায় টিকে থাকা। দেশ থাকল কি গেল তাতে তাদের কিছু আসে যায় না। তাই এই এলাকাকে কেন্দ্রের প্রত্যক্ষ নজদারিতে আনা প্রয়োজন। নইলে আগামীতে গোটা দেশের মানুষকে এজন্য ভুগতে হবে। এবার নিশিকান্ত দুবে সেকথা বলেছেন। আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী এবার গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।’
আরও পড়ুন - মমতার বিরুদ্ধে মানহানির মামলায় ১১ কোটি দিতে হবে, দাবি করলেন রাজ্যপাল
গৌরীশংকরের দাবির বিরোধিতা করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘বাংলা ভাগের চক্রান্ত চলছে। সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দিতে চাইছেন। নিশিকান্ত দুবে মালদা - মুর্শিদাবাদকে বিহারে মিশিয়ে দিতে চাইছেন। ভোটে হেরে এরা বাংলাকে দুর্বল করতে চাইছে।’