করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ডক্টর অন হুইলস পরিষেবা চালু করতে বলেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতোই মঙ্গলবার থেকে দক্ষিণ ২৪ পরগনায় চালু হচ্ছে ডক্টর অন হুইলস। যেখানে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবেন চিকিৎসকদের দল। মূলত বয়স্ক করোনা উপসর্গ থাকা নাগরিকদের কথা ভেবেই এই পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবারই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। দক্ষিণ ২৪ পরগনার পাঁচটি ব্লকে বাড়ি বাড়ি ঘুরে বেড়াবেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের দল। এই ব্লকগুলি হল - টিএম ব্লক, বিষ্ণুপুর ১ ও ২ নম্বর ব্লক এবং বজবজ ১ ও ২ নম্বর ব্লক। চিকিৎসকদের দল প্রাথমিকভাবে এই ব্লকগুলিতে কাজ করবেন। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন, 'ভ্রাম্যমাণ গাড়িতে করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের দল সংক্রমিত এলাকায় পৌঁছাবেন।'
জেলা প্রশাসনকে এই পরিষেবা দেওয়ার জন্য সাহায্য করছে চিকিৎসকদের সংগঠন প্রোটেক্ট দ্যা ওয়ারিয়র্স। ডক্টর অন হুইলস পরিষেবায় ২৬ জন চিকিৎসক রয়েছেন এই দলে। ভ্রাম্যমান গাড়িতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে যেখানে ওষুধ দেওয়ার পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রা মেপে দেখবেন চিকিৎসকরা। চিকিৎসকদের মধ্যে রয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই। এছাড়াও রয়েছেন ডা. সৌমিত্রকুমার মল্লিক, ডা. প্রশান্ত কুমার ভট্টাচার্য প্রমুখ। ডা. অনির্বাণ দলুই বলেছেন, 'করোনা সংক্রমণের ফলে যাঁরা বাড়ির বাইরে বের হতে পারছেন না, তাঁদের জন্যই এই পরিষেবা।'
কবে কোথায় যাবে 'ডক্টর অন হুইলস'?
১) টিএম ব্লক: ১১, ১৭, ২২ এবং ২৮ জানুয়ারি।
২) বিষ্ণুপুর ১ নম্বর ব্লক: ১২, ১৮, ২৪ এবং ২৯ জানুয়ারি-
৩) বিষ্ণুপুর ২ নম্বর ব্লক: ১৩, ১৯ এবং ২৫ জানুয়ারি।
৪) বজবজ ১ নম্বর ব্লক: ১৪, ২০ এবং ২৬ জানুয়ারি।
৫) বজবজ ২ নম্বর ব্লক: ১৫, ২১ এবং ২৭ জানুয়ারি।