বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জলঙ্গীকাণ্ডকে হাতিয়ার করে মুর্শিদাবাদে তৃণমূলের জমি দখল করতে চাইছে মিম

জলঙ্গীকাণ্ডকে হাতিয়ার করে মুর্শিদাবাদে তৃণমূলের জমি দখল করতে চাইছে মিম

মুম্বইয়ে আসাদউদ্দিন ওয়েইসি

সরস্বতী পুজোর দিন সকালে মুর্শিদাবাদের জলঙ্গির সাহেব নগরে মিম-এর স্থানীয় অরাজনৈতিক শাখা CAA বিরোধী নাগরিক মঞ্চের পথ অবরোধে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

জলঙ্গী গুলি-কাণ্ডকে হাতিয়ার করে এবার মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের জমি দখল করতে নামল ওয়েইসির পার্টি AIMIM বা মিম। সংগঠনের তরফে ওই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা তহিরুদ্দিন মণ্ডলকে গ্রেফতারির দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মিম-এর মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদ-উল শেখ জানিয়েছেন, ‘পুলিশ তহিরুদ্দিনকে গ্রেফতার না করলে মিম এমাসেই বড় আন্দোলনে নামবে। CAA বিরোধী আন্দোলনে ছুরি মারছে তৃণমূল।’

সরস্বতী পুজোর দিন সকালে মুর্শিদাবাদের জলঙ্গির সাহেব নগরে মিম-এর স্থানীয় অরাজনৈতিক শাখা CAA বিরোধী নাগরিক মঞ্চের পথ অবরোধে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডল। ঘটনায় ২ জনের মৃত্যু হয়। গুলিচালনায় যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনো অধরা তহিরুদ্দিন।

AIMIM-এর তরফে জানানো হয়েছে, তহিরুদ্দিনের গ্রেফতারির জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না তারা। বলে রাখি মুর্শিদাবাদ জেলায় জনসংখ্যার ৬৬ শতাংশের বেশি মুসলিম। অতি কষ্টে কংগ্রেসকে সরিয়ে এই জেলার দখল নিয়েছে তৃণমূল। সেখানেই এবার দাঁত ফোটাতে চাইছে ওবেইসির দল।



বন্ধ করুন