বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mondal: অনুব্রতকে জামিন না দিলে গাঁজা কেসে ফাঁসানো হবে, হুমকি চিঠি পেলেন বিচারক

Anubrata Mondal: অনুব্রতকে জামিন না দিলে গাঁজা কেসে ফাঁসানো হবে, হুমকি চিঠি পেলেন বিচারক

অনুব্রত মণ্ডল  (HT_PRINT)

কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, গত ২০ অগাস্ট বিচারক রাজেশ চক্রবর্তী ওই হুমকি চিঠি পান। তাতে লেখা রয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে তাঁর পরিবারের সদস্যদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।

অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে তাঁর পরিবারের সদস্যদের। এমনই হুমকি চিঠি পেলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ইতিমধ্যে জেলা জজকে সেই চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন তিনি। প্রতিলিপি পৌঁছেছে কলকাতা হাইকোর্টেও। আগামিকাল বুধবার ফের আসানসোলের ওই আদালতে অনুব্রতকে পেশ করবে সিবিআই।

কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, গত ২০ অগাস্ট বিচারক রাজেশ চক্রবর্তী ওই হুমকি চিঠি পান। তাতে লেখা রয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে তাঁর পরিবারের সদস্যদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। ২২ অগাস্ট সোমবার চিঠিটির ব্যাপারে আসানসোল আদালতের জেলা জজকে জানান তিনি। জমা দেন চিঠির প্রতিলিপি। সেই প্রতিলিপি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পাঠিয়ে দিয়েছেন আসানসোলের জেলা জজ।

৮০ টাকায় এক কেজি জ্বালানি! গডকড়ির 'প্ল্যান' সফল হলে গাড়ি চালানো হবে আরও সহজ

এই ঘটনায় আইনজীবী মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। সরাসরি বিচারককে হুমকি চিঠি পাওয়ার খবরে হতবাক আইনজীবীরা। এব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে আসানসোল আদালতের তরফে। বুধবার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় অনুব্রতকে আসানসোলের বিশেষ আদালতে হাজির করবে সিবিআই। তবে তারা ফের হাফাজতে চাইবে কি না তা এখনো জানা যায়নি। তারই মধ্যে বিচারকের হুমকি চিঠি পাওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

বন্ধ করুন