আসানসোল পুরনিগম এলাকায় পুকুর ভরাট করে আরএসএস-এর কার্যালয় তৈরি করা হয়েছে। এমন অভিযোগ পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছিলেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন নির্দেশ পেয়েই আরএসএস-এর ওই কার্যালয়ে গিয়ে মৌখিকভাবে নথি চেয়েছিল পুলিশ প্রশাসন। আর এবার কার্যালয়ের যাবতীয় নথি চেয়ে আরএসএসকে নোটিশ পাঠাল পুরসভা। এরজন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে। নির্মাণটি যদি বেআইনি হয় সেক্ষেত্রে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।
আরও পড়ুন: পুকুর ভরাট করে আসানসোলে RSS-র কার্যালয় তৈরির অভিযোগ, নথি চেয়ে পাঠাল পুলিশ
আসানসোল মেয়র জানান, আরএসএসকে নোটিশ পাঠানো হয়েছে। ব্লিডিং প্ল্যান, হোল্ডিং ট্যাক্সের তথ্য চেয়ে পাঠানো হয়েছে। সাতদিনের মধ্যে এই সব নথিপত্র আসানসোল পুরনিগমে জমা দিতে বলা হয়েছে। তথ্য জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিল্ডিং প্ল্যান না থাকলে বিল্ডিং ভাঙতে হবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করেছেন, এর আগে সার্কিট হাউসের কাছে তৃণমূল অফিস ছিল সেটাকে ভাঙতে হয়েছিল। সেক্ষেত্রে কোনওভাবেই যে বেআইনি নির্মাণকে রেয়াত দেওয়া হবে না সেকথা স্পষ্ট করেছেন আসানসোল পুরনিগমের মেয়র।
নোটিশ দেওয়ার কথা স্বীকার করেছেন আরএসএসের আইনি উপদেষ্টা পীযূষ কান্তি গোস্বামী। তিনি জানান, পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে। তবে ৭ দিনের মধ্যে এই তথ্য পাওয়া সম্ভব নয়। তাই তাদের তরফে ১৫ দিনের জন্য সময় চাওয়া হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।
অন্যদিকে, এনিয়ে পুরনিগমের কড়া সমালোচনা করেছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, শহরের অনেক জায়গায় বেআইনি নির্মাণ রয়েছে। তা নিয়ে কোনও পদক্ষেপ করেনি পুরসভা। প্রসঙ্গত, বৃহস্পতিবার নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন মলয় ঘটক বলেছেন আসানসোলে পুকুর ভরাট করে তিনতলা আরএসএস ভবন তৈরি করা হয়েছে।মুখ্যমন্ত্রীর সেই বার্তার পর নড়ে চড়ে বসে আসানসোল পুরনিগম এবং প্রশাসন।বৃহস্পতিবার সেই নির্দেশের পরেই আরএসএস কার্যালয় সরজমিনে পরিদর্শন করেছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আর তারপরই আসানসোল পুরনিগমের তরফে নোটিশ পেল আরএসএস।