বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌মমতা দিদি অসমে আসলে লাল কার্পেটে স্বাগত জানাব’‌, কেন এমন বললেন হিমন্ত?

‘‌মমতা দিদি অসমে আসলে লাল কার্পেটে স্বাগত জানাব’‌, কেন এমন বললেন হিমন্ত?

হিমন্ত বিশ্বশর্মা। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

অসম এখন শান্তিতেই রয়েছে। সঠিক সময়ে সিএএ ও এনআরসি করা হবে গোটা দেশজুড়েই বলে মন্তব্য করেন তিনি।

এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের রাজ্যে স্বাগত জানালেন। বিজেপি শাসিত রাজ্য থেকে এই আহ্বান নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই বাংলায় এসেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শিলিগুড়িতে গিয়ে অসমের প্রাক্তন বিধায়ক অলোক ঘোষের বাড়িতে যান। প্রয়াত নেতার পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত বলেন, ‘‌মমতা দিদি যদি অসমে আসেন, তবে আমি লাল কার্পেট বিছিয়ে তাঁকে স্বাগত জানাব। কারণ উনি এলে কংগ্রেস ও ইউডিএফের ভোটই ভাগ হবে। যাতে আখেরে লাভ হবে বিজেপির। অসমের এক–দুটি জেলাতেই কিছুটা সক্রিয় হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই ওদের নিয়ে কোনও বিপদের আশঙ্কা নেই। আমদের ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারবে না।’‌

অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কার্যত তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগতে ছাড়েননি অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌একই সময়ে দুই রাজ্যে নির্বাচন হয়েছে। কিন্তু অসমে একটি বাড়িতেও পাথর পড়েনি। আর বাংলায় হাইকোর্টের নির্দেশে সিবিআইকে ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে আসতে হচ্ছে।’‌

অসম এখন শান্তিতেই রয়েছে। সঠিক সময়ে সিএএ ও এনআরসি করা হবে গোটা দেশজুড়েই বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‌পশ্চিমবঙ্গে যেমন খেলা হয়েছে, তেমনই ত্রিপুরা, অসম এবং নয়াদিল্লিতেও খেলা হবে।’‌ এখন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সুস্মিতা দেব। মহিলা কংগ্রেসের এই নেত্রী তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় অসমে কংগ্রেস জোর ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

জেএনএম থেকে এমবিবিএস পাশ করেন নির্যাতিতা, সেখানের দুর্নীতিতে অভীকের নাম উঠছে!‌ 'অনেকসময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার বাতিল হওয়া ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কিনে নেবে ওয়েবেল, দাম কেমন পাবেন?কাজও মিলবে চিকিৎসক খুনের রাতে হচ্ছিল পার্টি? আরজি করের ডিউটি রোস্টার চেয়ে তদন্তে CBI মমতাকে লেখা জহরের বিস্ফোরক চিঠির 'পয়েন্টের' সঙ্গে সহমত কুণালও! তবে কি এবার… দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.