স্কুল চলাকালীনই সহকারী শিক্ষিকাকে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। তা নিয়েই দুই শিক্ষিকার বচসা। আর তার জেরে স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন সহকারী শিক্ষিকা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি জলপাইগুড়ির দিনবাজারের মারোয়ারী প্রাথমিক বালিকা বিদ্যালয়ের। এই ঘটনায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে স্কুলে তদন্ত কমিটি পাঠানো হয়।
আক্রান্ত শিক্ষিকার নাম বিভা ভট্টাচার্য। তাঁর অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সরিতা চৌধুরী তাঁকে শারীরিক এবং মানসিক নির্যাতন করছেন। তার জেরে গতকাল দুজনের মধ্যে বচসা বাঁধে। ঘটনায় স্কুলের মধ্যে অচেতন হয়ে পড়েন সহকারী শিক্ষিকা। এ বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায় জানিয়েছেন, ‘দুই শিক্ষিকার মধ্যে বেশ কয়েকদিন ধরে বিবাদ চলেছে। আমরা এর আগে অভিযোগ পেয়েছি।’ সেখানে একটি তদন্তকারী দল পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, গত ১৬ অগস্ট সহকারী শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিয়েছিলেন বিভা ভট্টাচার্য। অভিযোগ তারপর থেকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তার উপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করছেন। তাঁর বিরুদ্ধে ছাত্রীদের লাঠি দিয়ে মারার মিথ্যে অভিযোগ এনেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এমনকী ক্লাসে গিয়েও তাঁকে উত্যক্ত করা হয়েছে বলে অভিযোগ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার পাল্টা অভিযোগ, ছাত্রীদের অভিভাবকরাই সহকারী শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের লাঠি দেখিয়ে ধমকানোর অভিযোগ তুলেছেন। তবে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা জানিয়েছেন, এই অভিযোগ ঠিক নয়। তিনি লাঠি দিয়ে ছাত্রীদের পড়া বোঝাচ্ছিলেন। তাঁরা সহকারী শিক্ষিকার অভিযোগকেই সঠিক বলে দাবি করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্কুল পরিদর্শক।