ঘূর্ণিঝড় 'দানা'-র কারণে শুক্রবার হাওড়া ডিভিশন ৬৮টি লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। বুধবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার ভোর ৪ টে থেকে সকলা ১০ টা পর্যন্ত ওই ৬৮টি লোকাল ট্রেন বাতিল থাকছে। সেগুলির মধ্যে হাওড়া থেকে ২৫টি ট্রেন ছাড়ার কথা ছিল। ১২টি ট্রেন ছাড়ার কথা ছিল ব্যান্ডেলে। তাছাড়াও শেওড়াফুলি, শ্রীরামপুর, কাটোয়া, মেমারি, পান্ডুয়া, বারুইপাড়া, চন্দনপুর, গুড়াপ, মসাগ্রাম, তারকেশ্বর, আরামবাগ, গোঘাট, সিঙ্গুর এবং বেলুড় মঠ থেকে ছাড়া কয়েকটি লোকাল ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে।
কোন স্টেশন থেকে কতগুলি লোকাল ট্রেন বাতিল করা হল?
১) হাওড়া: ২৫
২) ব্যান্ডেল: ১২
৩) বর্ধমান: ৫
৪) শেওড়াফুলি: ৬
৫) শ্রীরামপুর: ২
৬) কাটোয়া: ২
৭) মেমারি: ১
৮) পান্ডুয়া: ১
৯) বারুইপাড়া: ১
১০) চন্দনপুর: ১
১১) গুড়াপ: ১
১২) মসাগ্রাম: ১
১৩) তারকেশ্বর: ৫
১৪) আরামবাগ: ২
১৫) গোঘাট: ১
১৬) সিঙ্গুর: ১
১৭) বেলুড় মঠ: ১
শুক্রবারের লোকাল ট্রেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
১) ভোর ৪ টে থেকে সকাল ১০ টা পর্যন্ত যে ট্রেনগুলি চলবে, সেগুলি প্রতিটি স্টেশনে দাঁড়াবে।
২) যদি সকাল ১০ টার পরে কোনও লোকাল ট্রেন বাতিল করা হবে কিনা, তা পরিস্থিতির উপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
শিয়ালদা ডিভিশনেও বাতিল একগুচ্ছ ট্রেন
হাওড়া ডিভিশনের পাশাপাশি শিয়ালদা ডিভিশনেও একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনে ১৯০টির মতো লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওই ট্রেনগুলি বাতিল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার ১০ টা পর্যন্ত কার্যত স্তব্ধ থাকবে শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেন পরিষেবা।
ঘূর্ণিঝড় 'দানা' এখন কোথায়?
ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে ঘূর্ণিঝড় 'দানা'। যা পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব থেকে ৫০০ কিমি, ওড়িশার ধামারার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব থেকে ৪৫০ কিমি এবং ওড়িশার পারাদ্বীপের দক্ষিণ-পূর্ব থেকে ৪২০ কিমি দূরে অবস্থান করছে।