রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত আবারও বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করল। সন্ত্রাসবাদ এখনও বিশ্বের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ভারত। এরজন্য সকলকে এক হয়ে লড়াই করার বার্তা দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ ইরাক ইস্যুতে বক্তব্য রাখার সময় এই বার্তা দিয়েছেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলাররেন্স নীতি গ্রহণ করার বার্তা দিয়েছেন।
রুচিরা কম্বোজ বলেন, ‘সন্ত্রাসবাদ বিশ্বের কাছের এখনও চ্যালেঞ্জ হিসাবে রয়ে গিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে শুধুমাত্র একটি দেশ লড়াই করতে পারবে না। একে রোখার জন্য প্রয়োজন সকলের মিলিত শক্তি।’ ইরাকের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইরাক সরকার ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্টের (আইএসআইএল) বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। এটি বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্যও গুরুত্বপূর্ণ।’
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ২০০৮ সালে ২৬/১১ হামলার কথা উল্লেখ করে ভারত। গত সপ্তাহেই ২৬/১১ হামলার ১৪ বছর পূর্তি পালন করেছে দেশবাসী। এই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬০ জনেরও বেশি মানুষ। রুচিরা কাম্বোজ মুম্বইয়ে সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই তখনই জোরদার হবে যখন দায়ীদের শাস্তি দেওয়া হবে। বিশ্বের একটি অংশে সন্ত্রাসবাদ সমগ্র বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি এবং তাই এই আন্তর্জাতিক চ্যালেঞ্জের প্রতি আমাদের প্রতিক্রিয়া একীভূত, সমন্বিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কার্যকর হতে হবে।’