একসময় তিনি ছিলেন বিচারপতি। এখন বিজেপি টিকিটে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। সাংসদ হওয়ার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের কেন্দ্র তমলুকের বিভিন্ন জায়গা পরিদর্শন করে সমস্যা জানার চেষ্টা করছেন। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরে রাজ্য সরকারের তৈরি করা তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ। সাংসদ হওয়ার পর শনিবার প্রথম তিনি এই হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি সেগুলি সমাধানের আশ্বাস দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: সংসদে ‘অসংসদীয়’ শব্দ প্রয়োগ অভিজিতের, পাশে দাঁড়ালেন না রিজিজু
কলেজের পরিকাঠামো চিকিৎসা পরিষেবা নিয়ে এদিন তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন সাংসদ। বৈঠকে ছিলেন তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিক। তাঁর কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন বিজেপি সাংসদ। পরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেডিক্যাল কলেজের পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এই হাসপাতালের পরিকাঠামো বাড়ানো এবং চিকিৎসা পরিষেবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। আগামী দিনে যাতে হাসপাতালের পরিষেবা আরও ভালো করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
অভিজিৎ বলেন, ‘এই হাসপাতাল বিল্ডিংটি অনেক পুরনো। এখানে ৬০০ জন রোগী ভর্তি থাকে। কিন্তু, এখানে বেড রয়েছে ৩০০ টি। ফলে বাকিদের স্ট্রেচারে অথবা মেঝেতে থাকতে হয়। এটা মোটেই কাম্য নয়। সেজন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একটি নোট চেয়েছি। নতুন হাসপাতাল বিল্ডিং খুব তাড়াতাড়ি গড়ে তোলার জন্য আমি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, যাতে তিনি রাজ্যের স্বাস্থ্য অধিকারিক এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এই সপ্তাহেই আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। হাসপাতালের জন্য টাকার কোনও সমস্যা যাতে না হয় সেবিষয়েও অনুরোধ জানাবো।’
হাসপাতালের অধ্যক্ষ শর্মিলা মল্লিক বলেন, ‘দীর্ঘ সময় ধরে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই মুহুর্তে আমাদের উন্নতমানের হাসপাতালের প্রয়োজন। সে বিষয়টি সাংসদকে জানিয়েছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে অনুরোধ জানাবেন।’ সাংসদ হওয়ার পর প্রথম তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে যান অভিজিৎ। সেখানে তাঁকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।