বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Haridevpur Murder Case Love Triangle: ‘ছেলেকে চাইত মা-মেয়ে দু’জনেই’, ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে বিস্ফোরক অয়নের বাবা

Haridevpur Murder Case Love Triangle: ‘ছেলেকে চাইত মা-মেয়ে দু’জনেই’, ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে বিস্ফোরক অয়নের বাবা

মৃত অয়ন মণ্ডল

ত্রিকোণ প্রেমের এই সম্পর্ক নিয়ে অয়নের বাবার প্রশ্ন, ‘দু’জনকে একসঙ্গে কী করে চালাত আমার ছেলে?’

হরিদেবপুরের অয়ন মণ্ডলের মৃত্যু ঘিরে রহস্যের জট যত ছাড়াচ্ছে, ততই চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়া আসছে। এই আবহে এবার অয়ন মণ্ডলের বাবা বিস্ফোরক দাবি করলেন। বললেন, ‘অয়নকে ভালোবাসত তাঁর বান্ধী এবং বান্ধবীর মা দু’জনেই।’ ত্রিকোণ প্রেমের এই সম্পর্ক নিয়ে অয়নের বাবার প্রশ্ন, ‘দু’জনকে একসঙ্গে কী করে চালাত আমার ছেলে?’

অয়নের বাবা অমর মণ্ডল বলেন, ‘অয়নের বান্ধবীর বাবা জেনে যায় যে আমার ছেলের সঙ্গে ওঁর স্ত্রীর সঙ্গেও সম্পর্ক রয়েছে। মেয়ের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে। সে ভেবেছিল যে আমার ছেলে মেরে দিলে তার আমার সংসারে সুখ ফিরবে। এই কারণেই খুন করা হয়েছে অয়নকে। মা-ও আমার ছেলেকে ভালোবাসত, মেয়েও আমার ছেলেকে ভালোবাসত। আমার ছেলে কী করবে?’

এদিকে অয়ন খুনের তদন্তে নেমে পুলিশও ত্রিকোণ প্রেমের তথ্য হাতে পেয়েছে। পুলিশ সূত্রে দাবি, এই ত্রিকোণ সম্পর্কের জেরেই খুন হয়েছেন অয়ন মণ্ডল। তদন্তকারীদের দাবি, বিজয়া দশমীর রাতে অয়ন মণ্ডলকে বাড়িতে ডেকে ইট, বাঁশ–রড দিয়ে মারধর করে খুন করা হয়। জানা গিয়েছে, বান্ধবী প্রীতির সঙ্গে আট বছর প্রেমের সম্পর্ক ছিল অয়নের। একদিন মেয়ে বাড়ি না থাকা অবস্থায় সেখানে পৌঁছয় অয়ন। তখন অয়নকে বাড়িতে ঢুকিয়ে জড়িয়ে ধরেন বান্ধবীর মা রিমা জানা। আর বলেন, এক যাত্রায় পৃথক ফল হবে কেন? কেউ জানতে পারবে না। এগিয়ে এসো অয়ন। তারপর থেকেই বান্ধবীর মায়ের সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে অয়নের। আর প্রীতি বাড়িতে না থাকলে সেখানে যেত অয়ন। আবার প্রীতির সঙ্গেও সম্পর্ক বজায় রেখে চলত অয়ন।

বন্ধ করুন