বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ফেসবুকে ছড়িয়ে পড়ল ‘‌বাবাকে বলো’‌, শিশির অধিকারীর ছবি থাকায় অভিযোগ দিব্যেন্দুর

ফেসবুকে ছড়িয়ে পড়ল ‘‌বাবাকে বলো’‌, শিশির অধিকারীর ছবি থাকায় অভিযোগ দিব্যেন্দুর

‘‌বাবাকে বলো’‌ নিয়ে মিম ছড়িয়ে পড়ে। ছবি সৌজন্য–এএনআই।

দু’‌দিন আগেই বিধানসভার অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে ‘‌বাবাকে বলো’‌ কর্মসূচি নেওয়ার কথা বলেছিলেন নৈহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ ভৌমিক।

রাজ্য–রাজনীতিতে খোরাকের অভাব নেই। বিশেষ করে তৃণমূল কংগ্রেস–বিজেপির দৌলতে তেমনটাই মনে করছেন রাজনৈতিক কুশীলবরা। দু’‌দিন আগেই বিধানসভার অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে ‘‌বাবাকে বলো’‌ কর্মসূচি নেওয়ার কথা বলেছিলেন নৈহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ ভৌমিক। তাতে অধিবেশন কক্ষের অন্দরে হাসির রোল উঠলেও বাইরে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শুভেন্দু। এই ঘটনার পর থেকেই কাঁথির প্রবীণ সাংসদ শিশির অধিকারীর ছবি ও ফোন নম্বর দিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘‌বাবাকে বলো’‌ নিয়ে মিম ছড়িয়ে পড়ে।

কিন্তু কেন এমন উদ্যোগ?‌ সূত্রের খবর, সম্প্রতি মুকুল রায়ের উপর দলত্যাগ আইন কার্যকর করতে উদ্যোগী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে আগে বাড়ি থেকেই তাঁকে কাজটি শুরু করতে পরামর্শ দেন তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীরা। অমিত শাহের সভায় গিয়ে শিশির অধিকারী যোগ দিলেও তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছাড়েননি। তা নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাতেও সাংসদ পদ ছাড়েননি শান্তিকুঞ্জের প্রবীণ সদস্য। সুতরাং আগে বাবাকে বলো তারপর আমাদের বলো এই বার্তাই দিতে চাওয়া হয়েছিল। সেটাই এখন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ছিক কী ঘটেছে?‌ ফেসবুকে শিশির অধিকারীর ছবি–ফোন নম্বর দিয়ে প্রচার শুরু হয়েছে ‘‌বাবাকে বলো’‌। আর তাতে চরম বিব্রত হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন শিশিরবাবুর ছেলে তথা তমলুকের তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ তাঁর অভিযোগ, তাঁর বাবা শিশির অধিকারীর ছবি দিয়ে ফেসবুকে ‘‌বাবাকে বলো’‌ লেখা একটি লোগো ছড়িয়ে দেওয়া হয়েছে৷ এমনকী সেখানে শিশিরবাবুর মোবাইল নম্বরও দেওয়া রয়েছে৷ তার জেরে অনেকেই প্রবীণ সাংসদকে ফোন করছেন৷ সুতরাং ফোন করে কাঁথির সাংসদকে বিরক্ত করাহচ্ছে৷ তাতে এই বয়সে মানসিক উদ্বেগ এবং যন্ত্রণার শিকার হচ্ছেন বলেও চিঠিতে অভিযোগ করা হয়েছে৷

কিন্তু কাদের বিরুদ্ধে অভিযোগ?‌ যদি এটা তৃণমূল কংগ্রেসের কেউ করে থাকে তাহলে শিশির–দিব্যেন্দু দু’‌জনেই এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ। সেটা কী করে সম্ভব?‌ তবে ফেসবুকে এই লোগো ছড়িয়ে দেওয়ায় মোট পাঁচজনের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন দিব্যেন্দু অধিকারী৷ সেখানে সন্ধ্যা ধাউ, প্রশান্ত কাডু বসু, অরিজিৎ নন্দী, শুভজিৎ বন্দ্যোপাধ্যায় এবং চন্দন জানার নাম উল্লেখ করা হয়েছে৷ অবিলম্বে ফেসবুক থেকে ওই লোগো সরিয়ে নেওয়ার দাবি করা হয়েছে। যারা এই লোগো ফেসবুক ছড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছেন দিব্যেন্দু অধিকারী৷

বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল সুপ্রিম কোর্টে ধাক্কা অতুল সুভাষের মায়ের! স্ত্রীর সঙ্গেই থাকবে সন্তান, রায় SCর ফের শীত কমবে বাংলায়, কবে থেকে? ছুটির সময় পাহাড়ে বরফ? ঘন কুয়াশা কোন কোন জেলায়? অজানা প্রাণী নাকি চোর, দাপাদাপিতে তটস্থ সিউড়ির বাসিন্দারা, কী ব্যাপার? ‘জনগণের চাপের কাছে মাথানত’ করতে পারে না আদালত! সঞ্জয়ের সাজা নিয়ে বললেন বিচারক 'আমেরিকার স্বর্ণযুগের শুরু' শপথগ্রহণ অনুষ্ঠানে আর কী বললেন ট্রাম্প! রাহুল-প্রীতির মেয়েকে গান শোনাচ্ছেন 'মামা' সৌরভ! সুরের গুঁতোয় পেট ব্যথা হবেই হবে মিত্তির বাড়ির নায়ক আদৃতের গানে পাগল বঙ্গ ললনারা! গাইলেন সোহেলের জন্মদিনে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই জারি! শেষদিন হরগৌরীর সেটে, কেমন আছেন সব্যসাচী-জায়া? 'বন্ধু শুভেচ্ছা রইল!' প্রেসিডেন্ট হিসাবে শপথ ট্রাম্পের, অভিনন্দন মোদীর

IPL 2025 News in Bangla

শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.