বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘টিএমছিঃ হটাও,বাংলা বাঁচাও’,মমতার দীর্ঘায়ু কামনা করে ‘সোজা বাংলায়’ বললেন বাবুল

‘টিএমছিঃ হটাও,বাংলা বাঁচাও’,মমতার দীর্ঘায়ু কামনা করে ‘সোজা বাংলায়’ বললেন বাবুল

আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

বাবুলের অভিযোগ, বাঙালি ভাবাবেগকে উসকে দিয়ে ভোটে ফায়দা তুলতেই কর্মসূচির নাম ‘সোজা বাংলায় বলছি’ রাখা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিকে হাতিয়ার করে পালটা আক্রমণে নামল বিজেপি। আর সেই আক্রমণের দায়িত্ব নিজের কাঁধের তুলে নিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। ‘সোজা বাংলায় বলছি’ দাবি করলেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়বে তৃণমূল কংগ্রেস।

গত ন'বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 'সাফল্য' প্রচারের জন্য রবিবার থেকে ‘সোজা বাংলায় বলছি’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। সেখানে অবশ্য দলের প্রতীক ব্যবহার করা হয়নি। সেই কর্মসূচির পালটা হিসেবে রবিবার একাধিক ভিডিয়ো করেন বাবুল। প্রথম ভিডিয়োতে তিনি বলেন, ‘রোববার দুপুরে একদম খাঁটি বাঙালির মতো টিশার্ট পরে খুব সাধারণভাবে, কিন্তু জোর দিয়ে বলছি, সোজা বাংলায় বলছি টিএমসি হটাও, মমতাদিদি হটাও, বাংলা বাঁচাও। সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছেন।’

অপর একটি ভিডিয়োয় বাবুল অভিযোগ করেন, বিজেপির জাতীয় স্তরের নেতারা সবাই অবাঙালি। তাই রাজ্যে এসে তাঁরা হিন্দিতে ভাষণ দেন। সেই কারণে বাঙালি ভাবাবেগকে উসকে দিয়ে ভোটে ফায়দা তুলতেই কর্মসূচির নাম ‘সোজা বাংলায় বলছি’ রাখা হয়েছে। তবে তাতে কিছু লাভ হবে না বলে দাবি করেন বাবুল। তৃণমূলকে খোঁচা দেওয়ার পাশাপাশি রাজ্যবাসীর কাছে যাতে ‘ভুলবার্তা’ না যায়, তা নিশ্চিত করতে বাবুল জানান, বিজেপি সর্বভারতীয় দল বলে হিন্দিভাষী নেতানেত্রী আছেন। বাবুলের খোঁচা, ‘নামে সর্বভারতীয় হলেই তো কেউ সর্বভারতীয় হয় না!’

রাজনীতির কারণে ব্যক্তিগত আক্রমণে না হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেন বাবুল। তবে রাজনৈতিকভাবে মমতাকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। বাবুলের কথায়, 'দিদিকে ব্যক্তিগতভাবে একটি সুস্থ-সবল, আনন্দময় জীবনের শুভেচ্ছা জানাচ্ছি। উনি দীর্ঘায়ু হন। উনি একজন লড়াকু মহিলা হিসেবে আনন্দে থাকুন। কিন্তু ওঁনার রাজনৈতিক নৃশংসতা ২০২১ সালে সাফ হবে। ২০১৯ সালে আমরা ইতিমধ্যে হাফ করেছি, একুশে সাফ করব। সোজা বাংলায় বলছি, টিএমছিঃ হটাও, বাংলা বাঁচাও।'

বাংলার মুখ খবর

Latest News

আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ নমাজ সবে শুরু হবে, আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে, সামলাতে নামল সেনা 'হাতেগোনা কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না…', আবিরকে ক্লিনচিট ঋতাভরীর বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে শুরু যান চলাচল!'এক পা এগিয়ে, চার পা পিছোন মমতা'-শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.