কুয়াশার জেরে ব্যাহত হচ্ছে বিমান চলাচল। আজ, মঙ্গলবার সকাল থেকে বিমান ওঠা নামা নিয়ে সমস্যা দেখা দেয়। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এই সমস্যা ব্যাপক আকার ধারণ করে। আর তার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা। কুয়াশার জেরে এই বিপত্তি দেখা দিয়েছে। সুতরাং ব্যাপক দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। উৎসবের মরশুমে দার্জিলিংয়ের পাশাপাশি সিকিম, ডুয়ার্স ও অন্যান্য পাবর্ত্য অঞ্চলের টুরিস্ট স্পটের যাত্রীদের জন্য গেটওয়ে এই বাগডোগরা। বছর শেষের ছুটিতে ঘুরতে বেরিয়ে বিপাকে পর্যটকরা। সমস্যায় পড়েন বিদেশি পর্যটকরাও।
এদিকে কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে উত্তরবঙ্গ। কুয়াশায় ঢাকা পরিবেশ এবং আবহাওয়ার জেরেই বাগডোগরা বিমানবন্দরে ওঠানামা করতে পারেনি কোনও বিমান। দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় আজ সকাল থেকে ১১টা পর্যন্ত প্রায় ১০টি বিমান নামার কথা থাকলেও একটিও অবতরণ করতে পারেনি বলে বিমানবন্দর সূত্রে খবর। এখনও পর্যন্ত কলকাতা বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ এবং দিল্লির বিমান আকাশে আছে। বিমান অবতরণ না করতে পারায় দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। কুয়াশাচ্ছন্ন শিলিগুড়ি এলাকায় দৃশ্যমানতা কম রয়েছে। এখনও পর্যন্ত দুটি বিমান বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি দৃশ্যমানতা বাড়ে তাহলে বিমান পরিষেবা স্বাভাবিক হতে পারে।
আরও পড়ুন: কয়লা পাচার মামলায় লালা–সহ ৪৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, তিনজন হাজির ভার্চুয়ালি
অন্যদিকে মুম্বই থেকে বাগডোগরার একটি বিমান গুয়াহাটির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নয়াদিল্লি থেকে বাগডোগরা আসা দুটি বিমান কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিমান না পাওয়ায় পরের বিমান মিস করার আশঙ্কায় রয়েছেন যাত্রীরা। শুধু আন্তর্দেশীয়ই নয়, বাগডোগরা থেকে হংকং, ব্যাঙ্ককের আন্তর্জাতিক বিমানও ছাড়ে। কুয়াশার জেরে আন্তর্জাতিক বিমান ওঠানামাতেও সমস্যা হচ্ছে। বায়ুসেনার অধীনে রয়েছে বিমানবন্দরটি।
গত কয়েকদিন ধরেই কুয়াশার চাদরে ঢেকেছে বাগডোগরা বিমানবন্দর। মঙ্গলবার তার মাত্রা আরও বেড়ে যায়। দৃশ্যমানতা ৭০০ মিটারের কম থাকায় বিমান সাধারণত বিমানবন্দরে নামতে পারে না। সেক্ষেত্রে অটোমেটিক ল্যান্ডিং সিস্টেম থাকলেও সেটা কাজ করছে না বলে খবর। আজ মঙ্গলবার সকাল থেকে প্রায় ১০টি বিমান নামার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হল না। বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। তাহলেই স্বাভাবিক ছন্দে ফিরে আসবে বিমান পরিষেবা।