একটা ‘শার্প টার্ন’, আর তারপর একলপ্তে অনেকটা উঠে যাওয়া- পাহাড়ি রাস্তায় সেটা একেবারেই নতুন নয়। পাহাড়ে কেটে-কেটে যখন রাস্তা তৈরি করা হয়, সেরকম বাঁক অনেক থাকে। আর জলপাইগুড়ির ডুয়ার্সের বাগরাকোটে লুপের মতো সেরকমই সেতু তৈরি হচ্ছে। নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি। কিন্তু তাতেই নেটদুনিয়ায় ‘সুপারস্টার’ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের প্রথম লুপ সেতু। সেই সেতু দেখতে বাগরাকোটের আশপাশের এলাকা অনেকেই আসছেন। পর্যটকদের কেউ-কেউও ঢুঁ মেরে যাচ্ছেন। তুলছেন সেলফি। বানাচ্ছেন রিল। আর সকলেই একটা কথা বলছেন, এই সেতুর উপর দিয়ে যাওয়ার মজাটাই আলাদা হবে।
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য লুপ সেতুতে
আর হওয়ারই কথা। লুপ সেতু থেকে প্রাকৃতিক নৈসর্গ উপভোগের সুযোগ পাবেন মানুষ। দু'পাশে চোখ রাখলেই মন্ত্রমুগ্ধ হয়ে যেতে হবে। চোখ বাড়ালেই দেখা যাবে নদী। বিশেষত সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এক মায়াবী পরিবেশ তৈরি হচ্ছে। অনেকের ধারণা, আগামিদিনে বাগরাকোটের অন্যতম ‘টুরিস্ট স্পট’ হয়ে উঠতে চলেছে লুপ সেতু।
আরও পড়ুন: শিলিগুড়ির বেঙ্গল সাফারি যাবেন? শুরু হল জিপ লাইন, বার্মা ব্রিজ, জেনে নিন খরচ কত?
সিকিম যাওয়ার বিকল্প রাস্তা
সার্বিকভাবে পশ্চিমবঙ্গ এবং সিকিমকে যুক্ত করার ক্ষেত্রে এই লুপ সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম যাওয়ার 'লাইফলাইন' ১০ নম্বর জাতীয় সড়ক মাঝেমধ্যে রুদ্ধ হয়ে পড়ে। বিশেষত বর্ষার সময় অত্যধিক বৃষ্টির কারণে ধস নামে। সেক্ষেত্রে ঘুরপথে গরুবাথান হয়ে কালিম্পং দিয়ে সিকিমের দিকে যেতে আড়াই গুণ সময় লাগে।
আরও পড়ুন: Darjeeling Snowfall: তুষারপাত সান্দাকফুতে, কনকনে দার্জিলিং, কাঁপছে উত্তরবঙ্গ! ফের কবে পড়বে বরফ?
সেই সমস্যার সমাধান করতে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল (শিলিগুড়ি থেকে ওলদাবাড়ির উপর দিয়ে বাগরাকোট হয়ে সিকিম যাওয়ার একটি বিকল্প রাস্তা)। আর সেটারই অংশ হল লুপ সেতু। ২০১৮ সাল থেকে বাগরাকোটের চার-পাঁচ কিলোমিটার দূরে পাহাড়ের গা দিয়ে একাধিক পিলার বসিয়ে লুপ সেতু তৈরি করা হচ্ছে। সেই সেতুর দুটি ভাগ আছে। জনসাধারণের জন্য দ্রুত যাতে সেই খুলে দেওয়া হয়, এখন সেই প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: No AIIMS in North Bengal: কেন রায়গঞ্জে হয়নি এইমস? কারা চায়নি? HT Bangla-তে বিস্ফোরক কংগ্রেস
পর্যটন মানচিত্রে লুপ সেতু জায়গা করে নেবে, দাবি পর্যটকদের
তবে তার আগেই লুপ সেতু দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। এক ব্যক্তি জানান, অপূর্ব দেখতে লাগছে লুপ সেতুকে। আগামিদিনে ভারতের পর্যটন মানচিত্রে লুপ সেতু জায়গা করে নেবে বলে আশাপ্রকাশ করেছেন ওই ব্যক্তি। অপর এক মহিলা জানান, গত কয়েকদিন ধরেই লুপ সেতুর কথা শুনছিলেন। ছবিও দেখছিলেন। তাই নিজেই দেখতে চলে এসেছেন বলে জানিয়েছেন ওই মহিলা।