বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ফেসবুকে স্পষ্ট হুমকি, পরিকল্পনা করেই বহরমপুরে তরুণীকে খুন করেছে অভিযুক্ত সুশান্ত

ফেসবুকে স্পষ্ট হুমকি, পরিকল্পনা করেই বহরমপুরে তরুণীকে খুন করেছে অভিযুক্ত সুশান্ত

সোমবার সন্ধ্যায় মেসের দরজার সামনে সুতপার ওপর হামলা চালায় সুশান্ত। নিজস্ব চিত্র

সোমবার রাতে সামসেরগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে সুশান্ত চৌধুরী নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। রাতে সাংবাদিক সম্মেলন করে সেকথা জানান মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার।

বহরমপুরের গোরাবাজারে ভর সন্ধ্যায় যুবতীকে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্তকে জেরা করে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সোমবার রাতে ঘটনার ৩ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের দাবি, জেরায় সে জানিয়েছে, সুতপা চৌধুরী নামে ওই তরুণী একাধিক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়ানোয় তাকে খুন করেছে সে।

সোমবার রাতে সামসেরগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে সুশান্ত চৌধুরী নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। রাতে সাংবাদিক সম্মেলন করে সেকথা জানান মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার। ধৃতের কাছ থেকে রক্তমাখা ব্লেড ও একটি খেলনা বন্দুক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, যুবকের বাড়ি মালদার পুকুরিয়া থানার পিরগঞ্জে। মালদার ইংরেজবাজারে পিসির বাড়িতে থেকে পড়াশুনো করত সে। উলটো দিকেই ছিল সুতপাদের বাড়ি। পুলিশের অনুমান, উত্তেজনার বশে নয়, রীতিমতো পরিকল্পনা করে সুতপাকে খুন করেছে সুশান্ত। তার ফেসবুক প্রোফাইলে এক বার্তায় সেকথা স্পষ্ট।

সুতপার বাবা জানিয়েছেন, মেয়েকে ব্লাকমেল করত ছেলেটি। ফোনে ভয় দেখাত। এই নিয়ে স্থানীয় কাউন্সিলরকে নিয়ে আলোচনা হয়। দুজনকেই পড়াশুনোয় মন দিতে বলি। কিন্তু ও যে মেয়েকে মেরে ফেলতে পারে তা ঘুণাক্ষরেও টের পাইনি।

অভিযুক্তের ভাই জানিয়েছেন, কয়েকমাস ধরে দাদা অস্বাভাবিক আচরণ করছিল। কারও সঙ্গে ঠিক করে কথা বলত না। অল্পেই রেগে যেত।

 

বন্ধ করুন