বারাসত স্টেশনে বাংলাদেশের পতাকা এঁকে তার উপরে দাঁড়ানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হল। বুধবার বারাসত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে রং দিয়ে বাংলাদেশের পতাকা আঁকতে থাকেন বজরং দলের সদস্যরা। আর সেই পতাকা এঁকে পা দিয়ে মাড়ানোর অভিযোগ ওঠে। সেই খবর পেয়েই তিনজনকে গ্রেফতার করেছে বারাসত পুলিশ। তা নিয়ে তুমুল উষ্মাপ্রকাশ করেছেন বজরং দলের সদস্যরা। তাঁদের বক্তব্য, বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অপমান করা হচ্ছে, ভারতের জাতীয় পতাকা পা দিয়ে মাড়িয়ে যাওয়া হচ্ছে। তারই প্রতিবাদ করছিলেন। অথচ এই পুলিশই ধর্ষণের ঘটনার সময় কোনও পদক্ষেপ করে না।
'আমাদের রক্ত ফুটছে', দাবি বজরং দলের
বারাসত থানার বাইরে দাঁড়িয়ে বজরং দলের এক সদস্য বলেন, ‘আপনারা তো দেখেছেন, বাংলাদেশে ভারতের পতাকা মাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে। তারই প্রতিবাদে আমরা যুব-ভাইরা একসঙ্গে (রাস্তায় নেমেছিলাম)। আমাদের রক্ত ফুটছে। কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। সেই প্রতিবাদে বারাসত স্টেশনে বাংলাদেশের পতাকা আঁকা হচ্ছিল। সেটা পা দিয়ে মাড়ানো হচ্ছিল। আর স্টেশনের সিঁড়িতে বাংলাদেশের পতাকা আঁকছিলাম। তখন বারাসত থানার পুলিশ গিয়ে আমাদের কয়েকজনকে গ্রেফতার করে এনেছে।’
২০০ মিটার দূরে ধর্ষণ হলে চোখ যায় না, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বজরং দলের
বজরং দলের ওই সদস্য আরও বলেন, 'পশ্চিমবঙ্গের পুলিশ পুরো দলদাসে পরিণত হয়েছে। এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে থানার ২০০ মিটার দূরে ধর্ষণ হলে এদের চোখে যায় না, পাঁচ কিলোমিটার দূর থেকে হেলমেট ছাড়া বাইক এলে এদের চোখে যায়, এখানে জঙ্গি থাকলে এদের চোখে যায় না। যখন কেউ দেশের জাতীয় পতাকার অবমাননা করে, দেশের জাতীয় পতাকার অপমান করে, আর তার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, তখন এদের চোখ যায়। এদের (পুলিশ) কাছে খবর চলে আসে।'
বাংলাদেশে ভারতের পতাকা অবমাননার অভিযোগ উঠেছে
এমনিতে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ভাইরাল হয়ে যায়। অভিযোগ ওঠে যে বাংলাদেশের কয়েকটি প্রান্তে রাস্তায় ভারতের জাতীয় পতাকা এঁকে রাখা হয়েছে। আর সেটা মাড়িয়ে যাচ্ছে লোকজন। এমনকী একটি বিশ্ববিদ্যালয়ের সামনেও সেই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
সেইসব ঘটনা নিয়ে ভারতে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বাংলাদেশের কেউ-কেউ সেই ঘটনার তীব্র নিন্দা করেছেন। যদিও ভারতের জাতীয় পতাকার অবমাননা করায় কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে বলে আপাতত কিছু শোনা যায়নি।