প্রায় ১০০ ঘণ্টা পর ফের বালি ব্রিজে ট্রেন ও যান চলাচল শুরু হল। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল বালি ব্রিজের ওপর দিয়ে। এরই সঙ্গে বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালি যাওয়ার অংশটি বন্ধ রাখা হয়েছিল যান চলাচলের জন্যে। রেললাইন পরিবর্তনের কাজের জন্যই বন্ধ ছিল ব্রিজ। এদিকে বালি ব্রিজ দিয়ে রেল চলাচল বন্ধ থাকার জেরে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে ডানকুনি-শিয়ালদা শাখার যাত্রীদের। তবে আজ ভোরের আগেই রেলের কাজ শেষ হয়। এই আবহে সকাল থেকে বালি ব্রিজে যান চলাচল স্বাভাবিক হয়। (আরও পড়ুন: এতদিন পরও জারি ধরপাকড়, চট্টগ্রামে গ্রেফতার চিন্ময় প্রভুর আরও ১১ 'অনুগামী')
আরও পড়ুন: 'কয়েকটা ড্রোন ছেড়ে দিলেই...', বাংলাদেশকে 'মশা-মাছি' বলে আক্রমণ শুভেন্দুর
আরও পড়ুন: সনাতন হল ভারতের 'জাতীয় ধর্ম', ঐক্যের বার্তা দিতে মন্তব্য যোগী আদিত্যনাথের
উল্লেখ্য, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার শিয়ালদা-ডানকুনি শাখায় বালিঘাট-বালিহল্ট রোডের সিসিআর-১৫ সেতুর আধুনিকীকরণের কাজের জন্য ১০০ ঘণ্টার মেগাব্লক করা হয়। দিন-রাত পালা করে প্রায় ১,০০০ জন শ্রমিক কাজ করেন। ব্রিজের পুরনো গার্ডার এবং ব্যালাস্ট কেটে অপসারণ করা হয়েছে। নতুনভাবে বসানো হয়েছে ব্যালাস্ট এবং গার্ডার। (আরও পড়ুন: ভারতে এই প্রথম কোনও রাজ্যে কার্যকর হল অভিন্ন দেওয়ানি বিধি, বদলাবে কোন সব নিয়ম?)
আরও পড়ুন: বন্ধ নিজেদের অনুদান, তবুও ট্রাম্পকে 'ধন্যবাদ' জানাল বাংলাদেশ, ইউনুসের সরকার বলল…
রিপোর্ট অনুযায়ী, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝখানে থাকা প্রায় ৯৫ বছরের পুরনো রেল ব্রিজের গার্ডার বদলের কাজ শেষ হয়ে যায় আজ ভোর ৪টের মধ্যেই। বালিঘাট ও বালিহল্ট স্টেশনের মধ্যে থাকা এই সিসিআর-১৫ সেতুতে নতুন লাইন বসানোর কাজ শুরু হয়েছিল গত ২২ তারিখ মধ্যরাত থেকে। এই কাজ চলার জেরে শিয়ালদা–ডানকুনি শাখায় বাতিল করা হয় ২২ জোড়া লোকাল এবং একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন। বালিহল্টে যাত্রীদের ওঠা-নামা করার জন্য নিবেদিতা সেতুর মাঝেই একটি জায়গা করা হয়। (আরও পড়ুন: সামরিক কর্তাদের সফরের পর এবার পাকিস্তানের পথে বাংলাদেশি নৌবাহিনীর জাহাজ)
আরও পড়ুন: ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধে উদ্বেগ, চিনে গিয়ে বাংলাদেশি উপদেষ্টা বলেন…
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সোমবার (২৭ জানুয়ারি) ভোর চারটের মধ্যে কাজ শেষ করার যে কথা ছিল, তার আগেই যাবতীয় কর্মকাণ্ড শেষ হয়ে যায়। এই আবহে সপ্তাহের প্রথম কর্মদিবসেই স্বাভাবিক ছন্দে ফিরেছে শিয়ালদা-ডানকুনি লাইনের লোকাল ট্রেন পরিষেবা। যদিও সোমবার ভোরের দিকে মোট চারটি লোকাল ট্রেন বাতিল থাকার কথা আগেই ঘোষণা করেছিল রেল। এর দু'টি ট্রেন ডানকুনি থেকে ছাড়ার কথা ছিল এবং দু'টি শিয়ালদা থেকে ডানকুনির দিকে যাওয়ার কথা ছিল।