বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Tribals protest: দণ্ডি কাণ্ডে আদিবাসী সংগঠনের ডাকে বন্‌ধ, প্রভাব পড়ল ২ দিনাজপুরে

Tribals protest: দণ্ডি কাণ্ডে আদিবাসী সংগঠনের ডাকে বন্‌ধ, প্রভাব পড়ল ২ দিনাজপুরে

সোমবার অবরোধে আদিূবলী সংগঠন।

ভোরের দিকে কয়েকটি বাস স্ট্যান্ড থেকে রওনা দেয়। বেলা বাড়াতেই একটি জায়গায় রাস্তা আটকে অবরোধ করে আদিবাসীরা।

দণ্ডি কেটে তৃণমূলে যোগদানের প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে একটি আদিবাসী সংগঠন। এই বনধ সফল করতে তীর-ধনূক হাতে রাস্তায় নামল সংগঠনের সদস্যরা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ রাজ্যে একাধিক জেলা বনধ পালিত হচ্ছে। তবে বনধের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়।

ভোরের দিকে কয়েকটি বাস স্ট্যান্ড থেকে রওনা দেয়। বেলা বাড়াতেই একাধিক জায়গায় রাস্তা আটকে অবরোধ করে আদিবাসীরা। ফলে বন্ধ হয়ে যায় বাস চলাচল। দোকানপাটও অন্য দিনের থেকে কম খুলেছে।

আদিবাসী সংগঠনের দাবি, বনধ সফল হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বনধে সাড়া দিয়েছেন। তাঁরা দণ্ডি কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন মহিলা জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর গ্রেফতারি দাবি করেছেন।

সপ্তাহে প্রথম দিন এই বনধের জেরে চুড়ান্ত হায়রানির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। অফিস যাওয়ার জন্য বাস ধরতে গেলেও না পেয়ে ফিরে আসতে হয়। উত্তর দিনাজপুরের চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের ও রাজগঞ্জের শিলিগুড়ি মোড়ে পথ অবরোধ করে আদিবাসীরা। এছাড়া মালদহের হাবিবপুর, আলমপুরে পথ অবরোধ করে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যারা।

পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে বনধের অল্পবিস্তর প্রভাব পড়েছে। আদিবাসী সংগঠনের কর্মীরা পাতাকা নিয়ে রাস্তা অবরোধ করেন। ৪৫ মিনিটি পর সেই অবরোধ উঠে যায় বলে পুলিশ সূত্র খবর। তবে কোথাও কোনও রেল অবরোধের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দণ্ডি খাটিয়ে দলে যোগদান বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নিয়ে নিয়েছে তৃণমূল। সরিয়ে দেওয়া হয়েছে মহিলা জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে।

বন্ধ করুন