বিজেপির বনধ ঘিরে বুধবার দিনভর নানান অশান্তির খবর আসতে থাকে। এর আগে, মঙ্গলবার আরজি কর কাণ্ড ঘিরে নবান্ন অভিযানে উত্তেজনা ছড়ায় কলকাতা হাওড়ার বহু এলাকায়। তার প্রতিবাদেই ছিল আজকের বনধ। উল্লেখ্য,আরজি কর হাসপাতালে নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয় এক চিকিৎসককে। সেই ঘটনার প্রতিবাদেই গতকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল 'পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ'। সেই কর্মসূচি ঘিরে কলকাতা এবং হাওড়ায় ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল। আর তার জেরে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি। সে বনধের সমস্ত খবরের হাইলাইটস দেখে নিন।
বইপাড়ায় কেমন সাড়া বিজেপির বনধে?
বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের ব্যাপক প্রভাব পরলো বই পাড়ায়। দুপুরে যেখানে ব্যস্ত থাকে মানুষের আনাগোনা এবং যানবাহনের চাপে পথচলা মুশকিল হয় সেই দৃশ্য বুধবার অমিল বই পাড়ায়। দু একটি প্রাইভেট কার আর মোটর বাইক ছাড়া কিছুই চোখে পড়লো না।
ধুন্ধুমার দক্ষিণ দিনাজপুরে
বিজেপির ডাকা বনধকে ঘিড়ে ধুন্ধুমার দক্ষিণ দিনাজপুর জেলার গংগারামপুর ব্লকের ফুলবাড়ি এলাকা।সেখানে অভিযোগ উঠলো বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী কে ফুলবাড়ি পুলিশ এসে পিকেটিং করার অভিযোগ তুলে সেখান থেকে চলে যেতে বললে বাধে বচসা।
রেয়াপাড়া হাসপাতালে শুভেন্দু
রেয়াপাড়া হাসপাতালে আহত কর্মীদের দেখতে আসেন,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি দেখা যায়। এরপর ৫ জন আহত হন। তাঁরা বিজেপি কর্মী বলে খবর।
রেয়াপাড়াতে পুলিশের লাঠিচার্জ
পূর্ব মেদিনীপুরের বনধে্র সমর্থনে বিজেপি কর্মীরা পথ অবরোধ করে অবরোধ সরাতে রেয়াপাড়াতে পুলিশের লাঠিচার্জ।।পাঁচজন বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়েন।
বন্ধ করা হল স্কুলের গেট
বনধ সফল করতে বন্ধ করে দেওয়া হলে মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ের গেট। বিজেপি কর্মীরা সেখানে পতাকা নিয়ে স্লোগান তুলতে থাকেন।
কল্যাণী ৪২ নম্বর রেলগেটে অবরোধ
কল্যাণী ৪২ নম্বর রেলগেটে শিয়ালদা রানাঘাট শাখার মেন লাইনে অবরোধ বিজেপির। হাজারদুয়ারি আপ এক্সপ্রেস আটকে দিল বিজেপি কর্মীরা ও নেতৃত্বরা। পুলিশ প্রশাসনের সঙ্গে একাধিকবার ধস্তাধস্তি। পুলিশ প্রশাসন চেষ্টা চালাচ্ছে অবরোধ তোলার জন্য।
সেন্ট্রাল অ্যাভ্যিনিউতে বিক্ষোভ বিজেপির
বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা সেন্ট্রাল অ্যাভ্যিনিউ বিজেপি অফিস থেকে মিছিল করে এমজি রোডের ক্রসিংয়ে গিয়ে বসে বিক্ষোভ দেখান। এরপর পুলিশ সেই অবস্থান বিক্ষোভ সরিয়ে দেয়।
বাংলা বনধের সমর্থনে বাগুইআটি মোড়ে পথ অবরোধ
বাংলা বনধের সমর্থনে বাগুইআটি মোড়ে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। বাগুইহাটি চালপট্টি থেকে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা। শতাধিক বিজেপি কর্মী সমর্থক ছিল মিছিলে। মিছিলে হাঁটেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। রাজ্য সভাপতি আসার আগে সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকরা ভিআইপি রোডে জড়ো হয়ে স্লোগান করতে থাকে। বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
‘পারলে মোদীর বিরুদ্ধে বনধ করো’
ধর্ষণ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন টিএমসিপির মঞ্চে। তিনি বললেন, 'ওরা আসল আন্দোলনে জল ঢেলে দিয়েছে।' এরপর তিনি আরও বলেন, 'কীসের বনধ। যদি বনধ করতে হয় তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বনধ করো। যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মাুষের উপর অত্যাচার করা ছাড়া কিছুই করেননি।'
আটক সজল ঘোষ
লেবুতলা পার্কের বাড়ি থেকে বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে আটক করেছে পুলিশ। জানা যায়, তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।
মমতার পদত্যাগের দাবি নিয়ে অভিষেক
আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। এই আবহে টিএমসিপির মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যারা লাশের রাজনীতি করছে , নারী বিরোধী বিজেপি র কাছে বাংলার মানুষ শিখবে না। মমতার পদত্যাগ যারা দাবি করছে তাদের জানাই নারী নির্যাতনের এক উত্তরপ্রদেশ, দুই মধ্যপ্রদেশ রাজস্থান, মহারাষ্ট্র। সব ডবল ইঞ্জিন সরকার। পারলে এই চার জন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করুন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করবেন।’
মানকুন্ডু স্টেশন ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল
বনধে উত্তপ্ত পরিস্থিতির তৈরি হল মানকুন্ডু স্টেশন চত্বর। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়, হয় লাঠিচার্জ। ঘটনাস্থলে উপস্থিত হন চন্দননগর পুলিশ কমিশনার। সেই পরিস্থিতিতেই ট্রেন চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। পরে সেখান থেকে কমিশনার ভদ্রেশ্বর স্টেশনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। এখন সর্বত্র ট্রেন চলাচল স্বাভাবিক।
সল্টলেকে আটক শমীক ভট্টাচার্য
রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা সল্টলেকে ১০ নম্বর ট্যাঙ্ক থেকে সল্টলেক উইপ্রো মোড় পর্যন্ত এক মিছিল করে। সেখানে বাংলা বনধের সমর্থনে তারা গাড়ি-বাস আটকানোর চেষ্টা করলে বিধাননগর কমিশনারেটের পুলিশ বাহিনী বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সহ বিজেপি কর্মী সমর্থকদের আটক করে।তাদের মধ্যে বেশ কিছু কর্মী সমর্থকদের পুলিশ টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানেও তোলে।
হিন্দমোটর স্টেশনে সংঘর্ষ, মাথা ফাটল ১ জনের
হিন্দমোটর স্টেশনে বিক্ষোভকারী বিজেপি ও তৃণমূল দুই পক্ষের সংঘর্ষে মাথা ফাটল বিক্ষোভকারীদের। সকাল থেকেই বিজেপির ডাকা বাংলা বনধে্ শোরগোল শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। বেলা ১১টা নাগাদ হিন্দমোটর স্টেশন অবরোধ করেন বিক্ষোভকারী বিজেপি সমর্থকরা। লাইনে নেমে ট্রেন থামিয়ে চলে অবরোধ। সেখানেই তৃণমূলের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হন। তখনই দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। বিক্ষোভকারী বিজেপি সমর্থকদের মাথা ফেটেছে ঘটনায়। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা।
বনধের বিরুদ্ধে দায়ের মামলা খারিজ হাই কোর্টে
অ্যাডভোকেট সঞ্জয় দাসের দায়ের করা বনধ বিরোধী জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
হুগলিতে পুলিশের সামনেই হাতাহাতি তৃণমূল-বিজেপির
হুগলিতে পুলিশের সামনেই হাতাহাতি তৃণমূল ও বিজেপি সমর্থকদের।বনধের সমর্থনে বিজেপি কর্মীরা কোন্নগর চলচ্চিত্র মোড়ে জড়ো হয়েছিলেন আজ সকালে। ধর্মঘট সর্থনের আহ্বান করে স্থানীয় ব্যবসায়ীদের দোকান বন্ধের কথা বলে বিজেপি। সেখানে বনধের বিরোধিতায় জড়ো হয় তৃণমূল কর্মীরা। দুই পক্ষের মধ্যে বচসা ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের সামনেই চলে হাতাহাতি।
অবরোধ চন্দননগর স্টেশনে
বিজেপি কর্মী সমর্থকদের বনধের দাবিতে ট্রেন অবরোধ চন্দননগর স্টেশনে। আজ বাংলর বহু ট্রেনলাইনে অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। এর জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
হাওড়া ময়দানে পুলিশ-বিজেপি হাতাহাতি
হাওড়া ময়দান চত্বরে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। হাওড়া পঞ্চাননতলায় বিজেপি কর্মীরা জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বাধা দেন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। বিজেপি কর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ জোর করে তাদেরকে সরিয়ে দেয়। কমপক্ষে ১৫ জন বিজেপি কর্মীকে আটক করে হাওড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
জোর করে দোকান বন্ধ করানোর অভিযোগ সজলের বিরুদ্ধে
কলকাতার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ রাস্তায় নেমে জোর করে দোকান বন্ধ করিয়ে দেন বলে অভিযোগ। এই আবহে পালটা পথে নেমে বনধের বিরুদ্ধে সরব হয় তৃণমূল।
বনধের আবহে চলল গুলি
বনধের আবহে ভাটপাড়ায় চলল গুলি। প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূলের দুষ্কৃতীরা।
বারাসতে গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
বারাসতে চাপাডালি মোড়ে বিজেপির কর্মী-সমর্থকরা জোর করে দোকান বন্ধ করিয়ে দেয়। রাস্তায় বেরনো গাড়িগুলি ভাঙচুর করে বলে অভিযোগ।
কলকাতায় টালা ব্রিজে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির
উত্তর কলকাতায় টালা ব্রিজে বনধ সফল করতে অবরোধ বিজেপি কর্মীদের। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা।
সোনারপুরে ট্রেন অবরোধ করতে গিয়ে ধৃত ১৫
সোনারপুরে ট্রেন অবরোধ করতে গিয়ে আটক ১৫ জন বিজেপি কর্মী-সমর্থক। এদিকে সোনারপুর থানায় পুলিশের সঙ্গে হাতাহাতি হয় বিজেপি কর্মীদের।
শাড়ি নিয়ে রায়গঞ্জে পথে বিজেপি সমর্থকরা
শাড়ি নিয়ে রায়গঞ্জে পথে বিজেপি সমর্থকরা। পুলিশকে শাড়ি পরাবে বলে স্লোগান তুলেছেন বিজেপি কর্মীরা। এই আবহে ধুন্ধুমার কাণ্ড বাঁধে সেখানে।
কলকাতার রাস্তায় যান চলাচল কেমন?
কলকাতার রাস্তায় আজ বাসের সংখ্যা মোটের ওপর স্বাভাবিক। কোথাও কোথাও রাস্তা সকালের দিকে কিছুটা ফাঁকা ছিল। এদিকে বিজেপির তরফ থেকে কলকাতা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের পরিকল্পনা রয়েছে। তবে পুলিশও তৎপর সেই অবরোধ হঠানোর জন্যে।
মেট্রো পরিষেবা বন্ধের চেষ্টা বিজেপির
সকাল সকাল শ্যামবাজার মেট্রো স্টেশনের শাটার নামানোর চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে পুলিশি বাধায় পরে মেট্রো পরিষেবা চালু থাকে শ্যামবাজারে।
মালদায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ
মালদায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। জানা যায়, পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করে বিজেপি। সেই সময় বনধের বিরোধিতায় পালটা মিছিল করছিল তৃণমূল। দুই পক্ষ মুখোমুখি হলে সেখানে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পৃথক ভাবে রাস্তায় নামবেন আরজি করের পড়ুয়া-চিকিৎসকরা
গতকাল ছাত্রসমাজের নবান্ন অভিযান বা আজকের বাংলা বনধে চিকিৎসকদের সরাসরি কোনও সমর্থন নেই বলে আগেই জানানো হয়েছিল। তবে নির্যাতিতার বিচারের দাবিতে আজ পৃথক ভাবে পথে নামবেন আরজি করের পড়ুয়া-চিকিৎসকরা।
ভবানীপুরে রাস্তায় বসলেন অগ্নিমিত্রা
ভবানীপুরের যদুবাবুর বাজার এলাকায় বনধ পালন করতে আহ্বান জানিয়ে রাস্তায় অগ্নিমিত্রা পাল। তিনি যখন দোকান বন্ধ রাখার অনুরোধ করছিলেন, সেই সময়ই পুলিশ আধিকারিকরা এসে বিজেপি কর্মীদের সরানোর চেষ্টা করেন। পরে রাস্তায় বসে পড়েন অগ্নিমিত্রা।
TMCP-র প্রতিষ্ঠা দিবসে আরজি করের নির্যাতিতা নিয়ে বার্তা মমতার
সোশ্যাল মিডিয়া বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ লেখেন, 'আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।'
বাসের সামনে বসলেন দুই বিজেপি বিধায়ক
আজকের বনধ সফল করতে রাস্তা অবরোধ দুই বিজেপি বিধায়কের। কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসের সামনে বসে বাস আটকে দেন বিজেপির দুই বিধায়ক মালতী রাভা রায় এবং নিখিল রঞ্জন দে। পরে তাঁদের আটক করে পুলিশ। সেখানে আন্দোলন করা বাকি বিজেপি কর্মীদেরও আটক করে পুলিশ।
বনগাঁ শাখায় স্তব্ধ লোকাল পরিষেবা
বনগাঁয় বিজেপির পতাকা নিয়ে রেললাইনে নেমে পড়েন অনেকে। সেখানে রেল অবরোধে অংশ নিয়েছেন বিজেপি বিধায়ক অশোক কীর্ত্তনিয়া নিজেও। এর জেরে বিপর্যস্ত হয়েছে শিয়ালদা-বনগাঁ শাখার লোকাল ট্রেন চলাচল। স্টেশনে স্টেশনে অফিস যাত্রীদের ভিড় এর জেরে ক্রমেই বাড়ছে।
লক্ষ্মীকান্তপুর লাইনে রেল অবরোধ
বিজেপির বাংলা বনধকে সফল করতে রেল অবরোধ শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে। রেললাইনের ওভারহেড তারে কলাপাতা দিয়ে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গোচরণ স্টেশনের আপ লাইনে রেলের ওভারহেড তারে কলাপাতা দেওয়ার কারণে আপ ট্রেন চলাচল বন্ধ। এর জেরে গোচরণ, ধপধপি সহ বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে।