বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > একাধিক বাংলাদেশি গ্রেফতার এই রাজ্যে, মহিলারাও এসেছিল চোরাপথে

একাধিক বাংলাদেশি গ্রেফতার এই রাজ্যে, মহিলারাও এসেছিল চোরাপথে

একাধিক বাংলাদেশি গ্রেফতার এই রাজ্যে, মহিলারাও এসেছিল চোরাপথে। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

চারজন মহিলা–সহ ৬ জন বাংলাদেশি বিএসএফের নজর এড়িয়ে ঢুকে পড়লেন এই দেশে। কিন্তু শেষরক্ষা হল না। ছ'জনকেই পুলিশ গ্রেফতার করেছে।

চার মহিলা–সহ ছ'জন বাংলাদেশি বিএসএফের নজর এড়িয়ে ঢুকে পড়েছিল ভারতে। কিন্তু শেষরক্ষা হল না। ছ'জনকেই পুলিশ গ্রেফতার করেছে। সোমবার সকালে গাইঘাটার ঠাকুরনগর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আবার কলকাতা ও আশপাশের থেকে চুরি যাওয়া মোবাইল পাচার হচ্ছে বাংলাদেশে। গোপন সূত্রে খবর পেয়ে হাত বদল হওয়ার আগেই ১৩১ টি মোবাইল উদ্ধার করলেন লালবাজারের গোয়েন্দারা।

পুলিশ সূত্রে খবর, ইচ্ছামতী নদী পেরিয়ে যারা এই দেশে ঢুকেছিল তারা হল — মুস্তাকিন আলি, মিম আখতার, সুমি বেগম, সীমা শেখ, খুশবু শেখ ও সাদ্দাম হোসেন। প্রত্যেকের বাড়ি বাংলাদেশে। জেরায় ধৃতরা জানিয়েছে, কাজের জন্য তারা এই দেশে এসেছিল। কলকাতায় যাওয়ার কথা ছিল। তারা আগেও চেরাপথে এভাবে যাতায়াত করেছে। আর মোবাইল পাচার চক্রে যুক্ত থাকার জন্য ইরফানুর রহমান রুবেল নামে বাংলাদেশের চট্টগ্রামের বাকুলিয়া থানার যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ধরা পড়েছে তার সঙ্গী কড়েয়া থানা এলাকার পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা শেখ সালিম আহমেদ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে ৫০ টি চুরি হয়েছিল কলকাতা থেকে। বাকিগুলি কলকাতার আশপাশের অঞ্চল থেকে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, বাংলাদেশ থেকে চোরাপথে এই দেশে আসতে দালালদের কয়েক হাজার টাকা দিতে হয়। দালালরা বাংলাদেশিদের নৌকা করে এই দেশে নিয়ে আসে। ধৃতদের কাছে দালালদের দেওয়ার মতো টাকা ছিল না। তাই নিজেরাই নদী সাঁতরে এসেছিল। কারণ পথঘাট সব তাদের চেনা। 

এদিকে মোবাইল পাচার চক্রের বিষয়ে গোপন সূত্রে খবর পেয়ে লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা পার্ক স্ট্রিট থানা এলাকার মারকুইস স্ট্রিটের একটি হোটেলের উপর নজরদারি শুরু করেন। এক যুবককে হোটেলের সামনে আসতে দেখেন গোয়েন্দারা। কিছুক্ষণ পরই অন্য এক যুবককে দু’টি বড় ব্যাগ নিয়ে এসে তার সঙ্গে কথা বলতে দেখা যায়। ব্যাগ দু’টি হাত বদল হওয়ার আগেই তাদের ঘিরে ফেলে গোয়েন্দা পুলিশ। দু’টি ব্যাগ খুলে উদ্ধার হয় চোরাই মোবাইল।

অন্যদিকে বিএসএফ বাগদার উত্তরপাড়া সীমান্ত থেকে এক বাংলাদেশি মহিলা ও এই দেশের এক দালালকে আটক করেছে। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম, নুর নাহার। বাড়ি খুলনা। ধৃত দালালের নাম শেখোয়া রহমান।

বাংলার মুখ খবর

Latest News

নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.