হাসিনা সরকারের পতনের পর ভারত - বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের বিজ্ঞাপনে বাংলাদেশ সরকারের লোগো। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই বিজ্ঞাপন লাগানোর দায় অস্বীকার করেছেন হাসপাতালের সুপার। তিনি জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত হবে।
শুক্রবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাবে দেখা যায় একটি পোস্টার। তাতে কম ওজনের সদ্যোজাতদের কী করে যত্ন করতে হবে তার নির্দেশিকা রয়েছে। সেই পোস্টারের ওপরে জ্বলজ্বল করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো।
এই ঘটনার কথা চাউর হতেই হাসপাতালের আধিকারিকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। সাত তাড়াতাড়ি সরানো হয় ওই পোস্টার।
এর পর সাংবাদিকদের প্রশ্নের মুখে হাসপাতালের সুপার বলেন, ওই পোস্টার হাসপাতালের তরফে টাঙানো হয়নি। বহিরাগত কেউ চক্রান্ত করে পোস্টার টাঙিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তদন্ত করে দেখবে। কে বা কারা পোস্টার টাঙাল তা জানতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
তবে হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি একটি অনিচ্ছাকৃত ভুল। হাসপাতালের কোনও চিকিৎসক ক্যাঙারু মাদার কেয়ার সংক্রান্ত পোস্টারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে ঝুলিয়ে দেন রোগীদের সুবিধার্থে। কিন্তু সেই পোস্টারের ওপরে যে বাংলাদেশ সরকারের লোগো রয়েছে তা খেয়াল করেননি তিনি।