বাংলাদেশ থেকে আসা যাত্রীদের জন্য আরও ভালো পরিষেবা নিশ্চিত করতে চাইছে রেল মন্ত্রক। আর সেই কারণেই এক নয়া ভিসা ফেসিলিটি কেন্দ্র এবং একটি আন্তর্জাতিক মুদ্রা বিনিময় কেন্দ্রের পরিকল্পনা করা হয়েছে।
1/5কলকাতা স্টেশনের পরিকাঠামো উন্নত করার পরিকল্পনা নিল রেল মন্ত্রক। আর তার অংশ হিসাবে বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীদের জন্য আরও ভার পরিষেবা দিতে চাইছে রেল। বন্ধন এক্সপ্রেসের মাধ্যমে বহু যাত্রী যাতায়াত করেন। এর পাশাপাশি মৈত্রী এক্সপ্রেসের মাধ্যমে অনেকে ঢাকায় যান। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Twitter)
2/5বাংলাদেশ থেকে আসা যাত্রীদের জন্য আরও ভাল পরিষেবা নিশ্চিত করতে চাইছে রেল মন্ত্রক। আর সেই কারণেই এক নয়া ভিসা ফেসিলিটি কেন্দ্র এবং একটি আন্তর্জাতিক মুদ্রা বিনিময় কেন্দ্রের পরিকল্পনা করা হয়েছে। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/5আগামী ১ এপ্রিল থেকে সীমান্ত পর্যন্ত এই দুই আন্তর্জাতিক ট্রেনের পাহারা দেওয়ার ব্যবস্থা RPF-এর হাতে তুলে দেওয়া হবে। গত কয়েক বছর যদিও বিএসএফ-ই সেই দায়িত্বে ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল) (Twitter)
4/5আধিকারিকরা বলেন, বাংলাদেশ থেকে অনেকেই ভারতে এসে অতিরিক্ত সময় ধরে থেকে যান। তার জন্য তাঁদের জরিমানাও দিতে হয়। সেই কারণেই এবার স্টেশনেই একটি ভিসা এক্সটেনশন সেন্টার স্থাপন করা হবে। ফাইল ছবি: মিন্ট (Twitter)
5/5শিয়ালদহের DRM শীলেন্দ্র প্রতাপ সিং জানান, স্টেশনে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র স্থাপনের জন্যও সম্প্রতি একটি টেন্ডার পাঠানো হয়েছে। শীঘ্রই সেই কাজ শুরু করে দেওয়া যাবে। ফাইল ছবি: শিয়ালদহ (Twitter)