বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আওয়ামী লিগের ছাত্রনেতা গ্রেফতার মুর্শিদাবাদে, ওপার থেকে এপারে এসেও হল না শেষরক্ষা

আওয়ামী লিগের ছাত্রনেতা গ্রেফতার মুর্শিদাবাদে, ওপার থেকে এপারে এসেও হল না শেষরক্ষা

ধৃতের নাম আবদুল কাদির

এখন বাংলাদেশে অন্তর্বতী সরকার গঠন হয়েছে। তারপরও হিংসা থামেনি বলে অভিযোগ। আর তিন–চারদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা। যদিও মানুষ ভরসা রাখতে পারছেন না। এই আবহে আওয়ামী লিগের ছাত্রনেতা বাংলাদেশ ছাড়েন গত ৬ অগস্ট। গত চারদিন ধরে গা ঢাকা দিয়ে ছিলেন।

ওপারে প্রবল হিংসা। তাই এপারে এলে যদি প্রাণে বাঁচা যায় সেই চেষ্টা করেছিলেন এক আওয়ামী লিগের ছাত্রনেতা। কিন্তু এটাই কি একমাত্র বাঁচার পথ?‌ বাংলাদেশ থেকে প্রায় ৬০০ কিলোমিটার পথ পেরিয়ে এপার বাংলায় ঢুকে পড়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। ভারতে আশ্রয় নিতে এসে রঘুনাথগঞ্জ থানার চর পিরোজপুরে বিএসএফের হাতে ধরা পড়লেন ওই ছাত্রনেতা। তাঁকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি গ্রাম থেকে। ধৃতকে আজ, রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আবদুল কাদির (‌২৭)‌। বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। এই ছাত্রনেতা বাংলাদেশের আওয়ামী লিগ ছাত্র সংগঠন ছাত্রলিগের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শনিবার অভিযান চালিয়ে আবদুল কাদেরকে পাকড়াও করে বিএসএফ। তার পর রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন হিংস্র ও রক্তাক্ত হয়ে ওঠে। তাই প্রাণ বাঁচাতে অনেকেই সীমান্তে জড়ো হয়েছেন। কিন্তু ওপার থেকে এভাবে এপারে আসার নিয়ম নেই। এটা বেআইনি অনুপ্রবেশ। তাই এই বেআইনি অনুপ্রবেশ করলে তাঁকে গ্রেফতার করা নিয়ম।

আরও পড়ুন:‌ ‘‌তিন–চার দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে’‌, বাংলাদেশ নিয়ে বার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টার

এদিকে আওয়ামী লিগের নেতা–কর্মীদের বাড়িতে হামলা নেমে এসেছে বলে অভিযোগ। তাই আওয়ামী লিগের ছাত্রনেতা আবদুল কাদির নিজের প্রাণ বাঁচাতে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে চলে আসেন। এই বেআইনি অনুপ্রবেশ করে এখানে থাকতে শুরু করেন তিনি। কিন্তু শনিবার রাতে বিএসএফের হাতে ধরা পড়ে যান তিনি। রাতেই বিএসএফ আটক বাংলাদেশের ছাত্রলিগের নেতা আবদুল কাদিরকে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। তখন তাঁকে গ্রেফতার করা হয়। রঘুনাথগঞ্জ থানা এলাকার বয়রাঘাট সীমান্তে আউটপোস্টের কাছে একটি গ্রামে গত চারদিন ধরে গা ঢাকা দিয়ে ছিলেন ছাত্রনেতা আবদুল কাদির।

অন্যদিকে এখন বাংলাদেশে অন্তর্বতী সরকার গঠন হয়েছে। তারপরও হিংসা থামেনি বলে অভিযোগ। আর তিন–চারদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা। যদিও মানুষ ভরসা রাখতে পারছেন না। এই আবহে আওয়ামী লিগের ছাত্রনেতা বাংলাদেশ ছাড়েন গত ৬ অগস্ট। সড়কপথ, জলপথ, এমনকী অনেকটা পথ সাঁতরে মুর্শিদাবাদ লাগোয়া চাঁপাইনবাবগঞ্জে আশ্রয় নেন কাদের। কিন্তু পদ্মা নদী পার হয়ে রঘুনাথগঞ্জ থানার চর পিরোজপুর এলাকায় বিএসএফের হাতে ধরা পড়ে যান তিনি।

বাংলার মুখ খবর

Latest News

মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় বলি সেলেবদের ভিড়, সলমন থেকে শিল্পা—সামিল একঝাঁক তারকা টেস্ট সিরিজ শুরুর আগে বিশেষ ফিল্ডিং অনুশীলন! টি দিলীপের সামনে ফার্স্ট বিরাটের দল প্রবল বর্ষণে রাজ্যের নানান প্রান্তে জল-যন্ত্রণা, প্রকাশ্যে করুণ পরিস্থিতি হলি সুন্দরীদের ফ্যাশন কা জলওয়া! খোলামেলা পোশাকে এমির রেড কার্পেটে নজরকাড়া কারা? সুদীপার ‘রান্নাঘর’-এ এবার কনীনিকা, ‘শো কীভাবে সাকসেসফুল হবে…’ চিন্তায় অভিনেত্রী! কালীঘাটে মমতা-জুনিয়র ডাক্তার রুদ্ধদ্বার বৈঠকের সময় বাইরে উঠল স্লোগান…ছবি একনজরে বেঙ্গালুরু কি কর্ণাটকে না পাকিস্তানে! কেন হঠাৎ সুইগির ওপর ক্ষুব্ধ হলেন মহিলা শীঘ্রই শুরু হবে সেনসাস, জাতিগণনা নিয়ে এখনও চিন্তাভাবনা চালাচ্ছে সরকার পৃথিবীর টানে ছুটে আসছে 'মিনি মুন'! দুই উপগ্রহ নিয়ে ঘুরপাক খাবে পৃথিবী জুনিয়র ডাক্তারদের নতুন আইনজীবী ইন্দিরা জয়সিং, ছবি নিয়ে আসরে নামল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.