অনুপ্রবেশের পর ভুয়ো নথি দিয়ে শ্বশুরকে বাবা বলে দেখিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মুর্শিদাবাদের রানিনগরের সীতানগরের বাসিন্দা মেহের শেখ। অভিযুক্ত ৭ বছর আগে ভারতে অনুপ্রবেশের পর ভারতীয় এক যুবতীকে বিয়ে করেন। ধৃতকে জেরা করে এই চক্রে আর কে কে যুক্ত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত সেপ্টেম্বরে কলকাতার ভবানীপুর থানায় ৭২ জনের বিরুদ্ধে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ দায়ের করেছিল পাসপোর্ট দফতর। সেই ঘটনার তদন্তে নেমে মেহেরের খোঁজ পায় পুলিশ। অভিযুক্তকে ধরতে শুক্রবার রানিনগরের সীতানগরে অভিযান চালান পুলিশ আধিকারিকরা। তদন্তকারীরা জানাচ্ছেন, প্রায় ৭ বছর আগে অনুপ্রবেশ করে ভারতে ঢোকে মেহের। তার পর মুর্শিদাবাদে বসবাস শুরু করে সে। কয়েক দিনের মধ্যেই বেশ কয়েকটি ভারতীয় নথি বানিয়ে ফেলে অভিযুক্ত। এর পর সে এলাকারই এক যুবতীকে বিয়ে করে। বিয়ে করার পর শ্বশুরকে বাবা বলে দেখিয়ে পাসপোর্টের আবেদন করে সে। পাসপোর্ট পেয়েও যায়। পরে জানা যায় তার পেশ করা নথিগুলি ভুয়ো।
মেহেরকে ধরতে শুক্রবার তার শ্বশুরবাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার আদালতে পেশ করা হয়েছে। ধৃতের কাছ থেকে আরও তথ্য পাওয়ার আশায় রয়েছেন গোয়েন্দারা।
জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগে এটি রাজ্যে দ্বিতীয় গ্রেফতারি। এর আগে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে পলাশ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত অন্যকে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানাতে সহযোগিতা করত বলেও দাবি পুলিশের।