সীমান্তে ফের বাংলাদেশি দস্যুদের হাতে আক্রান্ত ভারতীয় সীমান্তরক্ষীরা। বুধবার ভোরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মল্লিকপুর সীমান্তে কাশির সিরাপ পাচারকারীদের হাতে আক্রান্ত হন বিএসএফ জওয়ানরা। তাদের মধ্যে ১ জনকে হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। বিএসএফের গুলিতে আহত হয়েছে এক পাচারকারীও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে।
জানা গিয়েছে, বুধবার ভোরে মল্লিকপুর সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে কাশির ওষুধ পাচারের চেষ্টা করছিল ৫ বাংলাদেশি পাচারকারী। সীমান্তরক্ষীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালায় ওই বাংলাদেশি দস্যুরা। তাতে আহত হন কয়েকজন বিএসএফ জওয়ান। আত্মরক্ষায় পালটা গুলি চালান জওয়ানরা। তাতে এক বাংলাদেশি দস্যু আহত হয়েছে।
আহত জওয়ান ও পাচারকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জওয়ানকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সম্প্রতি নদিয়ার মাজদিয়ায় বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে আবিষ্কার হয়েছিল কাশির ওষুধ পাচারকারীদের ৩টি বাঙ্কার। সেখান থেকে উদ্ধার হয়েছিল প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের কাশির ওষুধ। তবে তার পরেও যে ভারত থেকে বাংলাদেশে কাশির ওষুধ পাচার বন্ধ হয়নি তা স্পষ্ট হল এদিনের ঘটনায়। সঙ্গে স্পষ্ট হল, বিএসএফ কড়া হলেও কমছে না পাচারকারীদের প্রত্যয়।