সীমান্তে চাষের কাজ করতে যাওয়ার সময় মুর্শিদাবাদের ২ কৃষককে অপহরণের অভিযোগ উঠল বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বিরুদ্ধে। বুধবার মুর্শিদাবাদের ভারত – বাংলাদেশ সীমান্তে সাগরপাড়া থানার চর কাকমারি এলাকার ঘটনা। সওয়েব নবি শেখ ও আইনুল হক শেখ নামে ওই ২ ব্যক্তি বিএসএফকে জানিয়ে পদ্মার চরে চাষের কাজ করতে গেছিল। তখন তাঁদের অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি সীমান্তরক্ষীরা অপহরণ করেন।
আরও পড়ুন - বাঁশদ্রোণীতে জনতার রোষ থেকে পুলিশকে উদ্ধারে এগিয়ে এল তৃণমূল, প্রশ্ন করতেই জবাব, 'আমি BJP'
পড়তে থাকুন - বাঁশদ্রোণীতে বিক্ষোভ, আটক বিজেপি নেত্রী, 'থানায় সারারাত থাকব,' ধর্নায় বসলেন রূপা
মুর্শিদাবাদে পদ্মার চরে বেশ কিছু জায়গায় ভারত – বাংলাদেশ সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত নয়। বুধবার সকালে চর কাকমারির বাসিন্দা ২ কৃষক বিএসফের অনুমতি নিয়ে চাষের কাজ করতে চরে যান। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও তাঁরা না ফেরায় শুরু হয় খোঁজ। এর পর জানা যায় তাদের বিজিবি অপহরণ করেছে।
বাংলাদেশের রাজশাহি জেলার ইউসুফপুর সীমান্ত চৌকির বিজিবির তরফে ২ ভারতীয়কে তাদের হেফাজতে নেওয়ার অভিযোগ স্বীকার করা হয়েছে। বিজিবির দাবি, ২ ভারতীয় বাংলাদেশের সীমানার ৫০০ গজ ভিতরে ছিলেন। তখন তাঁদের আটক করা হয়েছে। ধৃতদের বাংলাদেশের চারঘাট থানার হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন - 'সুপ্রিম কোর্ট যেন মনে রাখে……', হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের! ‘চাপ’ দিলেন CBI-কেও
বাংলাদেশে অরাজকতা শুরু হওয়ার পর থেকে সীমান্তের ওপার থেকে নানা ধরণের উপদ্রব শুরু হয়েছে। যা রোধে পাহারা আরও কড়া করেছে বিএসএফ। তার পরেও বিভিন্ন ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা লাগাতার জারি রয়েছে। তবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয়কে অপহরণের ঘটনা তেমন একটা ঘটে না।