ভারতে চিকিৎসা করাতে এসে মৃত্যু হল বাংলাদেশি তরুণের। মৃত যুবকের নাম লিটন অধিকারী। বয়স মাত্র ২৭ বছর। জানা গিয়েছ, হৃদরোগের চিকিৎসা করাতে ভারত এসেছিলেন লিটন। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার বেলের হল্টে দিদির বাড়িতে ছিলেন লিটন। জানা যায়, সেখান থেকে নদিয়ার কল্যাণীতে চিকিৎসা করাচ্ছিলেন লিটন। শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন লিটন। এরপরই তাঁকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই নাকি লিটনের মৃত্যু হয়। লিটনের বাড়ি বাংলাদেশের মাদারিপুরে। আজ তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়। (আরও পড়ুন: আরাকান আর্মির দখলে রাখাইন, 'রোহিঙ্গা' নামক মাথাব্যথা কীভাবে দূর করবেন ইউনুস?)
আরও পড়ুন: 'বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও...', ভারতকে কি ভয় পাচ্ছে জামাতে ইসলামি?
আরও পড়ুন: গলফগ্রিনে উদ্ধার কাটা মুণ্ড কাণ্ডে পুলিশের জালে ১, তবে এখনও মেলেনি বাকি দেহ
এদিকে বিগত বেশ কয়েকদিন ধরেই বহু বাংলাদেশি হিন্দু নিজেদের প্রাণ বাঁচাতে বিনা ভিসাতেই ভারতে ঢুকে পড়েছেন চোড়া পথে। অনেকেই গ্রেফতার হয়েছেন এই আবহে। এই আবহে একদিন আগেও বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় বিএসএফের হাতে আটক হন ২ বৃদ্ধা। তাদের মধ্যে একজনের বয়স ৮০ ও অন্যজনের ৭২। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ২টি পৃথক জায়গা থেকে ২ জনকে আটক করেন বিএসএফ জওয়ানরা। তাদের কালিয়াগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আদালত তাদের ১৪ দিনের জেল হেফাতজের নির্দেশ দেয়। (আরও পড়ুন: কানাডায় খুন ৩ ভারতীয় পড়ুয়া, সতর্কতা জারি দিল্লির, খলিস্তান ইস্যুতে 'নয়া বিতর্ক')
আরও পড়ুন: বাংলাদেশকে 'জঙ্গিদের উর্বর লীলাভূমি' আখ্যা, দিল্লিতে বসে জামাতকে তোপ শেখ হাসিনার
আরও পড়ুন: লাদাখের ডেপস্যাঙে কি সব প্যাট্রোলিং পয়েন্টেই টহল দিতে পারবে ভারতীয় সেনা?
এর আগে বাংলাদেশের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় চার হিন্দুকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ। ধৃতদের নাম - মণিরাম বর্মণ (৫২), তাঁর স্ত্রী হীরা রানি বর্মণ (৩৫), মণিরামে প্রথম স্ত্রীর ছেলে (প্রথম স্ত্রীর) রিপন বর্মণ (২১) এবং প্রতিবেশী নিমাই চন্দ্র বর্মণ। ধৃতরা ঠাকুরগাঁও সদর উপজেলার ধোন্দগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ঠাকুরগাওঁয়ের এক দালালচক্রের সাহায্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এই চার বাংলাদেশি। সেই সময় বিএসএফ সদস্যরা তাঁদের দেখে ফেলে এবং বিজিবিকে অবগত করে। (আরও পড়ুন: বাংলাদেশ দখলের ছক কষা হচ্ছে? বিস্ফোরক ওপার বাংলা, ইসকন নিয়ে গুরুতর অভিযোগ)
আরও পড়ুন: লাউডস্পিকার বাজিয়ে নিময় ভঙ্গের অভিযোগ, সম্ভলের মসজিদের ইমামকে ২ লাখ জরিমানা
অপরদিকে দু'দিন আগে বাংলাদেশ থেকে ভারতে এসে বিএসএফের হাতে ধরা পড়েছিলেন ১৭ বছর বয়সি এক নাবালিকা। সেই ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুরে। পুলিশের কাছে সেই তরুণী দাবি করেন, তাঁর আত্মীয়রা ভারতে থাকেন। তাঁদের কাছেই যাওয়ার চেষ্টায় ছিলেন তিনি। পুলিশ জানায়, ধৃত নাবালিকা বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা। পায়ে হেঁটেই সীমান্ত পার করেছিলেন তিনি। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেহপুর আউটপোস্টের পাশ দিয়ে ভারতে প্রবেশ করে সেই নাবালিকা। বাংলাদেশের মৌলবাদীরা তাঁকে অপহরণ করার হুমকি দিয়েছিল। এছাড়া তাঁর পরিবারকেও খুন করার হুমকি দেওয়া হয়েছিল। এরপরই সেই নাবালিকাকে ভারতে পাঠানোর পরিকল্পনা করেছিল তাঁর পরিবার।