বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের পরিস্থিতির কোনও উন্নতে সেই অর্থে ঘটেনি। এখনও পড়শি দেশে হামলার শিকার হচ্ছেন হিন্দুরা। এই আবহে এখনও প্রাণ এবং সম্মান বাঁচাতে অনেক বাংলাদেশি হিন্দুই ভারতে চলে আসার চেষ্টা করছেন। এবং দালাল ধরে বেআইনি পথেই তাঁরা ভারতে আসা চেষ্টা করছেন। তবে হাসিনা বিদায়ের পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। বহু হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে বেআইনি পথে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন। চোখ কান খোলা রেখেছে পুলিশও। তারাও বাংলাদেশিদের ধরছে খবর পেলেই। গত শুক্রবার রাতেও এমনই একটি ঘটনা ঘটেছে শিলিগুড়িত। ধরা পড়েন বেশ কয়েকজন বাংলাদেশি হিন্দু। আর ধৃতদের বক্তব্য, 'বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, তাতে আর কোথায় যাব?' (আরও পড়ুন: সইফের হামলাকারী বাংলাদেশি হওয়ায় তৃণমূলকে ক্ষমা চাইতে বললেন অমিত)
আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে বাঁধ বিতর্কে CM-এর দাবি ‘নস্যাৎ’? প্রশ্ন BSF-এর মন্তব্য ঘিরে
শুক্রবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশে গোপন সূত্রে খবর পায়, হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করছেন বেশ কয়েকজন বাংলাদেশি। পরে অভিযান চালিয়ে তাঁদের ধরে। ধৃতদের মধ্যে একজন মহিলা এবং এক নাবালকও ছিল। ধৃতদের নাম - ভৈরব সেন, নিখিল চন্দ্র সেন, চন্দনা রানি, বিপুল রায়, দেববাবু রায় এবং গণেশ রায়। ধৃত বাংলাদেশিরা বাংলাদেশের দিনজপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিকে টিভি৯ বাংলার রিপোর্ট অনুযায়ী, ধৃতদের মধ্যে গণেশ বলেন, 'হিন্দুদের উপর অত্যাচার করত। কী করব বলুন তো? কোথায় যাব?' (আরও পড়ুন: সীমান্তে BSF-কে আটকে 'ভুল' করছে BGB, কার্যত মানলেন বাংলাদেশি স্বরাষ্ট্র উপদেষ্টা)
আরও পড়ুন: বিকট আওয়াজে ঢুবতে শুরু করে বাংলাদেশি জাহাজ, সাহায্যের হাত বাড়িয়ে দিল এপার বাংলা
এদিকে গ্রেফতারি প্রসঙ্গে উমেশ গণপত খণ্ডবহালে বলেন, 'বেআইনি অনুপ্রবেশের অভিযোগে এদের গ্রেফতার করেছে পুলিশ। এদের কাছ থেকে ভুয়ো আধার কার্ড বাজেয়াপ্ত হয়েছে। কীভাবে কার মাধ্যমে এই কার্ড বানাল এবং কোন এলাকা দিয়ে কীভাবে ও কার সাহায্যে ভারতে অনুপ্রবেশ করলো তা জানতে পুলিশ আদালতের কাছে পাঁচ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। আদালত ৪ দিনের হেফাজত মঞ্জুর করেছে।' (আরও পড়ুন: 'সীমান্তে একটি বাংলাদেশি লাশ পড়লে ভারতে ফেলা হবে দু'টি', হুঁশিয়ারি এল ওপার থেকে)
আরও পড়ুন: 'দিল্লির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', গলাবাজি বাংলাদেশে, গভীর রাতে যা হল...
এদিকে শনিবার সকালে শিয়ালদা স্টেশনে রোহিঙ্গা নাবালিকা ও ১ যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। ধৃতরা কাশ্মীরে যাচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তারা কী ভাবে সীমান্ত পার করল তা জানতে ধৃত যুবককে জেরা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে শিয়ালদা স্টেশনে ১ যুবক ও ২ নাবালিকাকে ঘুরতে দেখে সন্দেহ হয় আধিকারিকদের। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা রোহিঙ্গা। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে এসেছে। এর পর তাদের আটক করে পুলিশ। ধৃত ২ নাবালিকার নাম নুর ফতিমা ও শাবু পনেহর। তাদের বয়স ১২ বছরেরও কম। ধৃত যুবকের নাম আবদুল রহমান। তারা মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা।