মুর্শিদাবাদে গ্রেফতার হল আরও ১ বাংলাদেশি অনুপ্রবেশকারী। সইদুল শেখ নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে গ্রেফতার হয়েছে ২ দালাল। ধৃত ব্যক্তি বাংলাদেশের পাবনা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
গত মাস খানেক ধরে মুর্শিদাবাদে একের পর এক বাংলাদেশি গ্রেফতারের ঘটনা ঘটছে। এবারে সইদুল শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশ। ধৃত যুবক ২ দালালের সাহায্যে ভারতে অনুপ্রবেশ করেছিল। সেই ২ দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা বৈষ্ণবনগর ও রানিনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
বলে রাখি গত মাসে মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকা থেকে ৪০ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতরা সবাই দক্ষিণ ভারতে কর্মরত ছিল। দল বেঁধে দেশে ফেরার পরিকল্পনা ছিল তাদের। গত ১ মাসে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলা থেকে ৭০ জনেরও বেশি বাংলাদেশি গ্রেফতার হয়েছে। এবার দালালসহ ধরা পড়ল ১ বাংলাদেশি।