কলকাতার মার্কোয়েস স্ট্রিট থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বিএনপি নেতার গ্রেফতারির পর রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসছে ধরপাকড়ের খবর। দক্ষিণবঙ্গের সীমান্ত লাগোয়া ৩ জেলার সব জায়গায় ধরা পড়েছে একের পর এক বাংলাদেশি। যার জেরে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
শুক্রবার মুর্শিদাবাদে ধরা পড়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত বাংলাদেশের পাবনা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। তার সঙ্গে ধরা পড়ে ২ দালাল। তাদের মধ্যে একজন মুর্শিদাবাদ ও অন্যজন মালদা জেলার বাসিন্দা।
নদিয়া জেলাতেও ধরা পড়েছে ৪ জন অনুপ্রবেশকারী বাংলাদেশি। অবৈধভাবে সীমান্ত পার করে নদিয়ার কৃষ্ণগঞ্জে আত্মগোপন করে ছিল তারা। খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে।
এছাড়া গ্রেফতার উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থেকে গ্রেফতার হয়েছে ১২ জন বাংলাদেশি। স্বরূপনগর থানার বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাকিমপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার কলকাতার মার্কোয়েস স্ট্রিটে গ্রেফতার হয় এক বাংলাদেশি নাগরিককে। ধৃত ২ বছর আগে ভারতে অনুপ্রবেশ করে। সেলিম মাতুব্বর নামে ওই ব্যক্তি বাংলাদেশের মাদারিপুরের বিএনপি নেতা বলে জানা গিয়েছে। ধৃত দিল্লি থেকে রবি শর্মা নামে পাসপোর্ট বানায়। সেখানে রাজস্থানের জয়পুরে তাঁর জন্ম বলে লেখা রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ধৃত প্রায় ১ বছর ধরে ওই হোটেলে কাজ করত। তবে হোটেল কর্তৃপক্ষের দাবি ধৃত ব্যক্তি হোটেলের আবাসিক ছিলেন। রেজিস্টারে নিজের নাম ও অন্য তথ্য নথিভুক্ত করে পাসপোর্ট জমা রেখে হোটেলে থাকতেন তিনি।